Tuesday, August 26, 2025

আলকায়দা জঙ্গি সন্দেহে এসটিএফের জালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কলেজ পড়ুয়া। মনউদ্দিন খান ওরফে মনিরুদ্দিন নামে ওই ছাত্র জঙ্গি সংগঠনের নেতাদের হাতে নিজের পরিচয়পত্র ও নথি তুলে দিয়েছিলেন বলে অভিযোগ। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) দাবি, জঙ্গি সন্দেহে ধৃত শিক্ষক আজিজুল হককে (Azizul Hok) জেরা করেই মনউদ্দিনের (Manuddin) নাম উঠে আসে।

মনউদ্দিনের পরিচয়পত্র ব্যবহার করে জঙ্গিদের সিমকার্ড (Sim Card) ও ব্যা ঙ্ক অ্যাiকাউন্ট তৈরি করা হয়। এর পাশাপাশি সোশ্যাবল মিডিয়ায় জঙ্গি সংগঠনের প্রচার ও স্লিপার সেল তৈরিতে ধৃত ছাত্র সাহায্যা করত বলেও অভিযোগ। বাংলাদেশে ব্লগার খুনে অভিযুক্ত ফয়জলকে গ্রেফতার করে কলকাতা-সহ দেশজুড়ে আল কায়দার নেটওয়ার্ক সম্পর্কে তথ্য্ পায় লালবাজার। তাকে জেরা করে একের পর সন্দেহভাজনকে গ্রেফতার করে এসটিএফ। তাদের জেরা করেই মথুরাপুরের আজিজুল হকের সন্ধান মেলে। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনায় আল কায়দা স্লিপার সেল তৈরির কাজ শুরু করেছিল। সেই কাজেই মূল হোতা ছিলে আজিজুল। বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের ভুয়ো পরিচয়পত্র, ব্যা ঙ্ক অ্যােকাউন্ট তৈরি থেকে শুরু করে আজিজুল তাদের আশ্রয়ের ব্যচবস্থা করত বলে অভিযোগ।

এসটিএফের সূত্র খবর, মথুরাপুর অঞ্চলে মূলত আরবি ভাষা পড়াত আজিজুল। সেই সূত্রেই মথুরাপুরের বাসিন্দা মেধাবী ছাত্র মনউদ্দিন খানের সঙ্গে তার যোগাযোগ।

দক্ষিণ বারাসতের একটি কলেজের ইতিহাসের তৃতীয় বর্ষে ছাত্র মনউদ্দিন। তার বাবা মজফ্ফর খান গুঁড়ো চালে ব্যবসায়ী। ছেলে শিক্ষকের কাছে পড়তে যেত বলে তাকে কেউ বারণ করেননি। পুলিশের অভিযোগ, আজিজুল গ্রেফতার হওয়ার পরেই মনউদ্দিন গা ঢাকা দেয়। মনউদ্দিনকে না পেয়ে তার বড় দাদা, তিনিও কলেজের ছাত্র, তাঁকে ডেকে পাঠিয়ে জেরা করে এসটিএফ। শনিবার নিজেই এসটিএফের কাছে যায় মনউদ্দিন। তাকে গ্রেফতার করে রবিবার ব্যাদঙ্কশাল আদালতে তোলা হলে ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version