Thursday, November 6, 2025

পাকিস্তানের পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলা, মৃ*ত সাত পুলিশকর্মী

Date:

পুলিশ ক্যাম্পে(Police Camp) ডাকাতদের আক্রমণে মৃত্যু হল ৭ পুলিশ কর্মীর। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) সিন্ধ প্রদেশে ঘোটকি জেলার কাটচা এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন ডিএসপি(DSP) পদমর্যাদার এক আধিকারিক সহ আরও ৬ জন। ঘটনায় আরো ২০ জন পুলিশ কর্মীর নিখোঁজ বলে জানা গিয়েছে। পুলিশ ক্যাম্পে এভাবে ডাকাতদের হামলায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ডাকাতদের(Robber) খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে কিছুদিন আগে তিনজনকে অপহরণ করেছিল একটি ডাকাত দল। তাদের খুঁজে বের করতে ডিএসপি আব্দুল মালিক ভুট্টোর নেতৃত্বে একটি দল গঠন করে শুরু হয় তদন্ত। ডাকাতদের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ির কাছে অস্থায়ী ক্যাম্প তৈরি করে পুলিশ। সেখানে মাঝরাতে ঘুমের মধ্যে হামলা চালায় ডাকাতরা। জানা গিয়েছে, প্রায় ১৫০ জন ডাকাত অত্যাধুনিক অস্ত্রসহ হামলা চালিয়েছিল এই ক্যাম্পে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাদের সঙ্গে ছিল রকেট লঞ্চার। ক্যাপ লক্ষ্য করে অন্তত ২৫ টি রকেট ছোড়া হয়, সঙ্গে চলে গুলি বৃষ্টি। এই হামলায় ঘটনারস্থলেই মৃত্যু হয় ৭ জনের, ২০ জনকে অপহরণ করা হয়। মৃতদেহগুলিও সঙ্গ করে নিয়ে যায় ডাকাতরা। পরে অবশ্য এক প্রভাবশালী মধ্যস্থতায় দেহ ফিরিয়ে দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে সাম্প্রতিক সময় পুলিশের সঙ্গে ডাকাতদের সংঘর্ষে এক ডাকাতের মৃত্যু হয়। তারই প্রতিশোধ নিতে পুলিশের উপর পাল্টা হামলা চালায় ডাকাতবাহিনী। আপাতত পাকিস্তানের বিশাল পুলিশ বাহিনী ডাকাতদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন। চলছে দোষীদের সনাক্তকরণের কাজ।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version