Saturday, August 23, 2025

প্রিয় নেতা অভিষেকের জন্মদিনে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি তৃণমূল নেতা-কর্মীদের

Date:

আজ ৭ নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সদ্য চোখের অস্ত্রোপচার করিয়ে তিনি আমেরিকা থেকে ফিরেছেন। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করে রাজ্যজুড়ে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন তৃণমূল কর্মী এছাড়াও মর্থকরা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাহ্যায়ের মঙ্গল কামনায় রাজ্যজুড়ে কেক কাটা থেকে শুরু করে, নানান কর্মসূচি রয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের।

আরও পড়ুন:জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন অভিষেক

পায়ে পায়ে ৩৫। গতকাল ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। কেউ তাঁদের প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করছেন, তো কেউ আবার তাঁর রাজনৈতিক কেরিয়ার আরও বর্ণময় হওয়ার প্রার্থনা করেছেন। কেউ বা শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দলের তরফেও আজ নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের জন্মদিনটি সেলিব্রেট করার তৎপরতা নেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যেপাধ্যায়ের মঙ্গল কামনায় আজ রাজ্যজুড়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজ, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলাতেও ছাত্র-যুবরা তৃণমূল সাংসদের জন্মদিনকে ঘিরে নানা সামাজিক কর্মসূচি পালন করছেন। সোমবার সকাল থেকে পুঁটে কালীমন্দির, ফিরিঙ্গি কালীমন্দির, ঠনঠনিয়া কালীমন্দির, ভূতনাথ মন্দির, হেদুয়ার ডাফ চার্চ, পোস্তা গণেশ মন্দির, লালবাবা মাজারে ঘুরলেন যুবকর্মীরা। দুপুরে শিয়ালদহে ২৬০ জন অনাথ শিশুর অন্নভোজের ব্যবস্থা করেছে যুববাহিনী। স্থানীয় সাংসদ অভিষেকের জন্মদিনকে সামনে রেখে মঙ্গলকামনায় বজবজের একটি মসজিদে হাজার মানুষ নমাজ পড়বেন। কোচবিহারের যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী বললেন, ‘সোমবার কোচবিহারে রাস উৎসবের সূচনা হবে। তাই ঠাকুর মদনমোহন মন্দিরে দাদার মঙ্গল কামনায় পুজোর আয়োজন করেছি।’এছাড়াও সন্ধেয় উত্তর কলকাতার বিধান গার্ডেনে বিশাল মাপের কেক কেটে প্রিয় নেতার জন্মদিন পালন করবে তৃণমূল। এছাড়াও আজ দুপুরে তৃণমূলের নেতার জন্মদিনে শিয়ালদহে অনাথ শিশুদের খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে।

এদিকে ,অভিষেকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূলের বহু নেতা। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। টুইটে অভিষেককে ‘ক্যাপ্টেন’ বলে সম্বোধন করেছেন।

সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদ দুপুর থেকে হাজরা মোড়ে সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর নেতৃত্বে বিশাল কর্মসূচি পালন করছে। রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ মন্দিরে পুজোর ব‌্যবস্থাও করেছে ছাত্ররা।অভিষেককে নিয়ে এদিন নতুন গান রিলিজ করবে ছাত্র পরিষদ। একটি তথ‌্যচিত্রও তৈরি হচ্ছে বলে খবর।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version