Saturday, December 27, 2025

নাবালিকাকে অপরহরণ, ধর্ষ*ণ এবং খু*নে ফাঁসির সাজাপ্রাপ্ত ৩ আসামিকে বেকসুর খালাস দিল শীর্ষ আদালত

Date:

Share post:

ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত তিন আসামির ফাঁসির সাজা রদ করল সুপ্রিম কোর্ট। পাশপাশি বেনজিরভাবে তিন আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়। এই তিন জনের বিরুদ্ধে ২০১২ সালে ১৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ এবং খুন করার অভিযোগ ওঠে। পরে তদন্তে তাঁদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়। ২০১৪ সালে দিল্লির একটি আদালত এই তিন জনকে ফাঁসির সাজা শোনায়।

আরও পড়ুন:বিলকিস বানো গণধ*র্ষণ মামলায় ১১ দোষীর মুক্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নারী অধিকার কর্মীরা

২০১২ সালে দিল্লির চাওলা এলাকায় ১৯ বছরের এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে তিন অভিযুক্ত রবি কুমার, রাহুল আর বিনোদের বিরুদ্ধে। দিল্লির নিম্ন আদালতে ওই মামলায় অভিযোগকারীদের তরফে আইনজীবীরা জানান, দিল্লি থেকে নিহত তরুণীকে অপহরণের পর অভিযুক্ত তিন ব্যক্তি তাঁকে ধর্ষণ করে অত্যন্ত নৃশংসভাবে খুন করে। এরপর ওই তরুণীর দেহটি হরিয়ানার রেওয়ারি জেলার একটি গ্রামে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। দিল্লির নজফগড় এলাকায় ধর্ষণ এবং খুনের একটি অভিযোগ দায়ের হয়। হরিয়ানার রেওয়ারি জেলার একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে দেখা যায় বিভিন্ন ভারী এবং ধারাল বস্তু দিয়ে নাবালিকার শরীরের নানা অংশ আঘাত করা হয়েছে। শুধু তা-ই নয়, ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং ধর্ষণের পর খুন করার তথ্যপ্রমাণ মেলে ওই তিন জনের বিরুদ্ধে।

দিল্লির আদালত ২০১৪ সালের ২৬ অগস্ট এই মামলায় রায় দিতে গিয়ে জানায়, রাস্তায় ঘোরা ‘শিকারি’র মতোই ‘শিকারের সন্ধানে’ থাকে এই ধরনের অপরাধীরা। তারপরই অপরহরণ, ধর্ষণ এবং খুনের মতো একাধিক অপরাধে রবি কুমার, রাহুল এবং বিনোদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় দিল্লি হাই কোর্ট। খুন করার পর তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে, ভিনরাজ্যে গিয়ে দেহ লোপাট করার দায়েও দোষীদের বিরুদ্ধে মামলা রুজু হয়।কিন্তু সেই দাগী আসামিদের কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বেকসুর খালাস করল, সেনিয়ে প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, গুজরাটে বিলকিস বানো ধর্ষণ মামলায় আজীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জন অভিযুক্তকে বেসকসুর খালাস দিয়েছে গুজরাট সরকার। অভিযুক্ত ১১ জন ১৫ বছরের বেশি সময় জেলে ছিল। এর মধ্যে এক অভিযুক্ত জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। তারা সাজা মুকুবের জন্য গুজরাট সরকারকে একটি কমিটি গঠনের নির্দেশ শীর্ষ আদালত দেয় বলে জানিয়েছেন গোধরা জেলার কালেক্টর সুজল মায়াত্র। এরপরই গঠিত কমিটি অভিযুক্ত সকলের সাজা মুকুবের সুপারিশ গুজরাট সরকারের কাছে পাঠায়। এরপরেই অভিযুক্তদের মুক্তির আদেশ দেয় গুজরাট সরকার।তবে কীকরে বিলকিস বানোর অপরাধীদের মুক্ত করা হল, তা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। ঠিক সেইসময়ে নাবালিকাকে অপহ্রণ, ধর্ষণ ও খুনে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের যখন সুপ্রিম কোর্টে বেকসুর খালাস করে দিল, তখন বিলকিস বানো মামলায় অভিযুক্তদের কী সাজা শুনাবে শীর্ষ আদালত, সেটাই দেখার।

spot_img

Related articles

নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

নন্দীগ্রাম নিয়ে এবার বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এলাকার মানুষের দাবি মেনে এবার...

চন্দ্রভাগার উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, চাপ বাড়ছে ইসলামাবাদের!

প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত আবহে (Indus Water Treaty suspended)এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে চন্দ্রভাগা নদীর...

‘সফট টার্গেট’ বয়স্করাই! SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, কমিশনকে চিঠি প্রতিনিধি দলের

নিজেদের পছন্দমতো ভোটার বাছাই করার চেষ্টা চলছে! এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার...

মাত্র ২১ বছর বয়সে পুরসভা চেয়ারপার্সন! দেশের রাজনৈতিক ইতিহাসে নয়া অধ্যায়

কেরলের পালা শহরে কোট্টায়ম জেলার মাত্র ২১ বছর বয়সে পুরসভা কাউন্সিলর হলেন দিয়া বিনু পুল্লিকাকান্দম- যিনি দেশের কনিষ্ঠতম...