Wednesday, August 27, 2025

রাজ্যের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। জেলাশাসকদের নিয়ে এবার জরুরী বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব (Chief Secretary)। মঙ্গলবার নবান্নে (Nabanna) ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্যসচিবকে (Health Secretary)। ডেঙ্গি (Dengue) মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা স্বাস্থ্য দফতরের (Department of Health) আর কী কী সিদ্ধান্ত নেবার পরিকল্পনা করেছেন তা নিয়ে আলোচনা করতেই উচ্চপর্যয়ের বৈঠক বলে মনে করা হচ্ছে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে মৃ*ত্যুর হারও। সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপর রাজ্য প্রশাসন৷ জেলায় জেলায় ফিভার ক্লিনিকে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলায় জেলায় চিকিৎসকদের বিশেষ টিম পাঠানোর কথা বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলে থাকবেন শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে সেখানকার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখবে বলে জানা যাবে৷ এই টিমের আসল কাজ হবে জেলায় ডেঙ্গি চিকিৎসা , ফিভার ক্লিনিক কতটা পরিষেবা দিতে সক্ষম তা খতিয়ে দেখা৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version