Monday, August 25, 2025

রাজ্যে ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্ত। মঙ্গলবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি (Hari Krishna Dwivedi)। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকদের (DM) পাশাপাশি স্বাস্থ্যসচিবকেও (Health Secretary) তলব করা হয়। নবান্ন (Nabanna) সূত্রে খবর, বৈঠকে ডেঙ্গি পরিস্থিতির সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরকে (Health Department)। কলকাতায় বুধবার থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্ল্যাকার্ড, লিফলেটের মাধ্যমে বিশেষ প্রচারের কথা বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে জনসাধারণকে অবগত করার কথা বলা হয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে মৃ*ত্যুর হারও। আজ মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital)মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর পর রোগীর ডেঙ্গি (Dengue Infected) আক্রান্ত হওয়ার রিপোর্ট আসায় ক্ষুব্ধ পরিবারের লোকেরা। শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতির দিকে এসডিও-দের পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়িকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিবের নির্দেশ দিয়েছেন যে জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করতে হবে। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে। কোথায় কোথায় আবর্জনা জমছে মহকুমাশাসক বা বিডিওদের, তা মাঠে নেমে নির্দিষ্ট করতে হবে। নজরদারি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...
Exit mobile version