Tuesday, November 4, 2025

বিধানসভার শীতকালীন অধিবেশনে সিএএ বিরোধীতা করে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল

Date:

এই অধিবেশনেই রাজ্য সরকার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধীতা করে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৮ নভেম্বর শুরু হবে এই অধিবেশন।
জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসেই দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার কার্যকর করতে পারে নাগরিক সংশোধনী আইন। এরপরই বিধানসভায় সিএএ বিরোধী নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল।যদিও রাজ্য বিধানসভায় এই প্রস্তাব আনা হলে উত্তাল হতে পারে অধিবেশন।
যেদিন বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনা হবে সেদিন তার ওপর বক্তৃতা করবেন বিরোধী দলনেতা। তাই এই নিন্দা প্রস্তাবকে ঘিরে আগামী শীতকালীন অধিবেশনের উত্তাপ যে কয়েক গুণ বাড়বে, তা একবাক্যেই মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।এরই পাশাপাশি, বিজেপির মতুয়া সম্প্রদায়ের বিধায়করাও যত তাড়াতাড়ি সম্ভব সিএএ কার্যকরী করার পক্ষপাতী। কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি, মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে ভাল ফল করেছিল। তাই বিজেপির পক্ষে সিএএ নিয়ে নিন্দা প্রস্তাবের বিরোধিতা করার সম্ভাবনা প্রবল।

মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই অধিবেশনে বেশ কিছু বিলের সঙ্গে নিন্দা প্রস্তাব আনার কথাও ভাবছে রাজ্য সরকার।
তাই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী ডিসেম্বর মাসে সিএএ চালু করার আগেই কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করাতে চান মমতা। তবে বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বিধানসভায় এই ধরনের প্রস্তাবনা হলে তার পাল্টা বিরোধিতা করার সব রকম প্রয়াস নেবেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version