হোয়াটসঅ্যাপে মেসেজ! শিক্ষককের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোলাঘাটে

শিক্ষককের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কোলাঘাটে (Kolaghat)। পরিবারের অভিযোগ মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন বাপ্পা বর্মণ (Bappa Barman) নামে ওই শিক্ষক। তাঁর স্ত্রী পুলিশের (Police) কাছে অভিযোগ করেন, কেউ ফোনে তাঁর স্বামীকে মেসেজ করে বলেন, তিনি ভুয়ো শিক্ষককতা চালাচ্ছেন। এরপরই সেই মেসেজে ভাইরাল হয়। তার জেরেই মানসিক অবসাদে আত্মহত্যা করেন বাপ্পা।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক গ্রামের হাই স্কুলের শিক্ষক ছিলেন বাপ্পা বর্মণ। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি পাশে টালির চালের ঘর থেকে। অভিযোগ, কয়েকদিন আগে বাপ্পার ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজে নাকি ভুয়ো শিক্ষক লেখা ছিল। এরপর থেকেই অনেকে তাঁকে চোর অপবাদ দিতে থাকেন বলেও অভিযোগ। তার জেরেই ওই আত্মহত্যা বলে অভিযোগ বর্মণ পরিবারের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক তপন দাস বলেন, ২৮ তারিখ স্কুল খোলার পরে থেকে বাপ্পা স্কুলে যাননি। উনি ইতিহাস পড়াতেন। ২০১৯-এ চাকরি পেয়ে ছিলেন বাপ্পা। তবে, মেসেজের বিষয় তিনি কিছু জানেন না বলে দাবি তপন দাসের।

Previous articleটলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক পরিচালক প্রভাত রায় !
Next articleভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ গায়ক নোবেলের