Thursday, December 4, 2025

জিটিএর উদ্যোগে শিলিগুড়ি-দার্জিলিং আরও কম সময়ে, তৈরি হবে ৩৩কিমি দীর্ঘ নতুন রাস্তা

Date:

Share post:

এবার নতুন পথে শিলিগুড়ি(Siliguri) থেকে আরও কম সময়ে পৌঁছন যাবে দার্জিলিং(Darjeeling)। পাহাড় সমতলকে জুড়তে নতুন রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে জিটিএ(GTA)। দার্জিলিং লেবং থেকে কালিম্পংয়ের কয়েকটি গ্রামের পাশ দিয়েই তৈরি হবে এই নতুন রাস্তা। এই রাস্তা তৈরি হওয়ায় স্বাবাবিকভাবেই দার্জিলিং যাওয়ার পথে যানজটও কমবে। এই রাস্তাটি প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ হবে। নতুন রাস্তা ধরে তিস্তাবাজার হয়ে একদিকে যেমন কালিম্পং, সিকিম যাওয়ার ক্ষেত্রে সমস্যা কম হবে তেমনই শিলিগুড়ি ঢোকা হবে আরও সহজ।

ইতিমধ্যেই এই রাস্তা তৈরির জন্য জিটিএ-র তরফে পূর্ত দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নবলম জানিয়েছেন, প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। এবার বাকি প্রক্রিয়াগুলি দ্রুত শুরু হবে এমনটা আশা করা যায়। তিনি আরও জানিয়েছেন, বিকল্প রাস্তা তৈরি না হলে যানজট আরও বাড়ছে। নতুন রাস্তা তৈরি না হলে যানজটের কবল থেকে দার্জিলিংকে মুক্ত করা যাবে না। লেবং-তিস্তা বাজার ছাড়াও আরও কয়েকটি বিকল্প রাস্তার সন্ধান করা হচ্ছে তা নিয়ে সমীক্ষাও চলছে। তিনি জানান, মিরিকের বুংলুং থেকে শিলিগুড়ির সংযোগাকারী একটি বিকল্প রাস্তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ওই রাস্তা দিয়ে সুকিয়া হয়ে দার্জিলিং থেকে মিরিক, শিলিগুড়ির মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। ওই রুটের একটি রাস্তা তৈরির জন্য পদক্ষেপ করেছে জিটিএ। জিটিএ চেয়ারম্যান অনীত থাপা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড়ে পৌঁছেছে উন্নয়ন। দার্জিলিং শহর ক্রমেই প্রসারিত হচ্ছে। উন্নয়নের ফলে জনবসতিও বাড়ছে। রাস্তায় যানজট কমাতে একটি বিকল্প রাস্তা খুবই প্রয়োজন। তাই এইভাবনা।

spot_img

Related articles

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...