দিন ঘোষণা না হলেও আগামী বছরের প্রথমের দিকেই হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগে নদিয়ায় গিয়ে দলীয় কর্মীদের এক সঙ্গে কাজ করতে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, কৃষ্ণনগরে জনসভায় সাফ জানালেন, নিজেদের মধ্যে ঝামেলা করলে দলে জায়গা দেওয়া হবে না। সভা মঞ্চ থেকেই সমন্বয় কমিটি তৈরি করে দেন তিনি। সেই কমিটিতে মহুয়া মৈত্র (Mahua Moitra)-সহ থাকছেন জেলা নেতৃত্ব।

নদিয়ায় বহুদিন ধরে তৃণমূলের অন্দরে অশান্তির অভিযোগ উঠছে। কৃষ্ণনগরের সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “দলের মধ্যে কেউ ঝগড়া করবেন না। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করলে তাঁকে আর দলে জায়গা দেব না। মানুষ না থাকলে আমরা সকলে শূন্য, সবসময় মানুষের কথা ভাবতে হবে।”

কয়েকজন নেতা-নেত্রীকে উদ্দেশ্য়ে করে মমতা বলেন, “আমি জানি কে ভাল কাজ করে, আর কে করে না। কেউ যদি ইগো নিয়ে থাকেন, তবে তিনি বাড়িতে বসে থাকুন।” মমতা স্পষ্ট বার্তা কথা, “এটা একটা পরিবার। তৃণমূল কোনও গ্রুপ নয়। শান্তি বজায় রেখে মানুষের স্বার্থে কাজ করে যেতে হবে। জনসংযোগ বাড়াতে হবে। আর ভাল কাজ করলে তবেই গুরুত্ব মিলবে দলে।”

সভা মঞ্চ থেকে একটি কমিটি গঠন করেন মমতা। রয়েছেন মহুয়া মৈত্র, বিধায়ক উজ্জ্বল বিশ্বাস-সহ জেলার সমস্ত বিধায়করা। এদিন সকলকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে। এদিনের সভায় ছিলেন বিধায়ক মুকুল রায়ও।
