Wednesday, August 27, 2025

গরুপাচার মামলায় এবার অনুব্রতর জামাইবাবু , কমলকান্ত ঘোষকে তলব করল ইডি(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আগামী শুক্রবারই তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোল ব্যোম রাইস মিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। এর আগে এই রাইস মিল সংক্রান্ত বিষয়ে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠায় ইডি।

আরও পড়ুন:অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের তলব ইডির

এর আগে অনুব্রত ঘনিষ্ঠ বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় নামে ১৯ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলরকেও তলব করেন ইডি আধিকারিকরা।বাদ যাননি অনুব্রতর হিসাবরক্ষকও। সকলকেই দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। তবে একাধিক একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেফারেন্স হিসাবে নাম রয়েছে কমলাকান্তের। এমনকি সেই সমস্ত ব্যক্তির ব্যাঙ্কের ফর্মও ফিলাপ করেছিলেন কমলাকান্তই বলে দাবি ইডির। সেই সূত্র ধরেই কমলাকান্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

এদিকে, আজ ফের দিল্লিতে ইডি-র  সদর দফতরে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী  মলয় পিটকে । ইডি সূত্রে খবর, স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয়কে প্রথম বার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের ঠিকঠাক উত্তর তিনি দেননি বলেই মনে করছে ইডি। তাই ফের তলব করা হয়েছে ওই ব্যবসায়ীকে।

Related articles

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...
Exit mobile version