Wednesday, August 27, 2025

চূড়ান্ত অসহযোগিতা করছেন আমলারা, সুপ্রিম কোর্টে মামলা দিল্লি সরকারের

Date:

দিল্লিতে আম আদমি পার্টির সরকার(AAP) ও লেফটেন্যান্ট গভর্নরের অন্তর্বর্তী সংঘাত এবার সুপ্রিম কোর্টে পৌঁছল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও উপ রাজ্যপাল বিনয় সাক্সেনার মতবিরোধের মধ্যেই এবার উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া(Manish Sisodia) সুপ্রিম কোর্টে(Supreme court) হলফনামা দায়ের করে আধিকারিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন। আদালতে দায়ের করা হলফনামায় উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, আধিকারিকরা ফোন তুলছেন না, গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকছেন না।

বুধবার সুপ্রিম কোর্টে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দায়ের করা হলফনামায় AAP সরকারের একাধিক সমস্যার বিষয় তুলে ধরা হয়েছে। হলফনামায় বলা হয়েছে, “আধিকারিকরা মিটিংয়ে আসা বন্ধ করে দিয়েছেন, এমনকি আমাদের ফোনও তোলেন না, মন্ত্রীদের নির্দেশ অমান্য করেছেন এবং নির্বাচিত সরকারের সাথে উদাসীন আচরণ করছেন।” হলফনামায় আরো বলা হয়েছে, অফিসিয়াল কোনও বিষয়ে আলোচনা করার জন্য আধিকারিকদের অফিসে দেখা করার মৌখিক অনুরোধে তারা সাড়া দেয় না। উদাহরণস্বরূপ, অর্থ দফতরের মুখ্য আধিকারিক উপ-মুখ্যমন্ত্রী/অর্থমন্ত্রীর ফোন তুলতে বা দফতরে অর্থ বিভাগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। সেটাও জানানো হয়েছে এই হলফনামাতে।

সিসোদিয়ার হলফনামা বলেন, এই বছরের শুরুতে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার নিয়োগের পর থেকে সমস্যা আরও খারাপ হয়েছে। হলফনামায় বলা হয়েছে, “সরকারি আধিকারিক ও নির্বাচিত সরকারের মধ্যে কোনরকম সহযোগিতা হলেই আধিকারিকদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। এভাবে সরকারের প্রতি অসন্তোষকে উৎসাহিত করা হচ্ছে।” উল্লেখ্য, ভি কে সাক্সেনা ২০২২ সালের মে মাসে লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্ব নেন, তার পর পর থেকে গভর্নর ও নির্বাচিত সরকারের মধ্যে লাগাতার সংঘর্ষ জারি রয়েছে। দিল্লির পরিষেবাগুলির উপর কার নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়ে কেন্দ্রের সাথে দিল্লি সরকারের বিরোধের জেরেই শীর্ষ আদালতে দাখিল করা হয়েছে এই হলফনামা।

Related articles

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...
Exit mobile version