Sunday, November 9, 2025

চূড়ান্ত অসহযোগিতা করছেন আমলারা, সুপ্রিম কোর্টে মামলা দিল্লি সরকারের

Date:

দিল্লিতে আম আদমি পার্টির সরকার(AAP) ও লেফটেন্যান্ট গভর্নরের অন্তর্বর্তী সংঘাত এবার সুপ্রিম কোর্টে পৌঁছল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও উপ রাজ্যপাল বিনয় সাক্সেনার মতবিরোধের মধ্যেই এবার উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া(Manish Sisodia) সুপ্রিম কোর্টে(Supreme court) হলফনামা দায়ের করে আধিকারিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন। আদালতে দায়ের করা হলফনামায় উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, আধিকারিকরা ফোন তুলছেন না, গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকছেন না।

বুধবার সুপ্রিম কোর্টে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দায়ের করা হলফনামায় AAP সরকারের একাধিক সমস্যার বিষয় তুলে ধরা হয়েছে। হলফনামায় বলা হয়েছে, “আধিকারিকরা মিটিংয়ে আসা বন্ধ করে দিয়েছেন, এমনকি আমাদের ফোনও তোলেন না, মন্ত্রীদের নির্দেশ অমান্য করেছেন এবং নির্বাচিত সরকারের সাথে উদাসীন আচরণ করছেন।” হলফনামায় আরো বলা হয়েছে, অফিসিয়াল কোনও বিষয়ে আলোচনা করার জন্য আধিকারিকদের অফিসে দেখা করার মৌখিক অনুরোধে তারা সাড়া দেয় না। উদাহরণস্বরূপ, অর্থ দফতরের মুখ্য আধিকারিক উপ-মুখ্যমন্ত্রী/অর্থমন্ত্রীর ফোন তুলতে বা দফতরে অর্থ বিভাগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। সেটাও জানানো হয়েছে এই হলফনামাতে।

সিসোদিয়ার হলফনামা বলেন, এই বছরের শুরুতে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার নিয়োগের পর থেকে সমস্যা আরও খারাপ হয়েছে। হলফনামায় বলা হয়েছে, “সরকারি আধিকারিক ও নির্বাচিত সরকারের মধ্যে কোনরকম সহযোগিতা হলেই আধিকারিকদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। এভাবে সরকারের প্রতি অসন্তোষকে উৎসাহিত করা হচ্ছে।” উল্লেখ্য, ভি কে সাক্সেনা ২০২২ সালের মে মাসে লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্ব নেন, তার পর পর থেকে গভর্নর ও নির্বাচিত সরকারের মধ্যে লাগাতার সংঘর্ষ জারি রয়েছে। দিল্লির পরিষেবাগুলির উপর কার নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়ে কেন্দ্রের সাথে দিল্লি সরকারের বিরোধের জেরেই শীর্ষ আদালতে দাখিল করা হয়েছে এই হলফনামা।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version