Monday, November 3, 2025

মূল্যবৃদ্ধির বাজারে নিদেন পক্ষে এক টুকরো পিঁয়াজ (Onion) আর সঙ্গে অন্তত ডিম (Egg) ভাজা এই ছিল সহজলভ্য । এবার সেই হেঁসেলে পড়ল কোপ। নাসিক (Nasik) থেকে জোগান কম থাকার কারণে আগেই দাম বেড়েছে পিঁয়াজের (Onion)। এবার সেই তালিকায় যুক্ত হল ডিমের (Egg) নাম। ইতিমধ্যেই কোথাও জোড়া ডিম ১৩, কোথাও ১৪ টাকা। ট্রে-তে একসঙ্গে ৩০টা কিনলেও দামের খুব একটা হেরফের হচ্ছে না, বিপাকে মধ্যবিত্ত !

যতদিন যাচ্ছে সাধারণ মানুষের খাবারের ওপর যেন বেশি করে কোপ এসে পড়ছে। আলু থেকে শুরু করে সাধারণ শীতকালীন সবজি ,মাছ, মাংস এইসব এখন অতীত হতে বসেছে। অন্ততপক্ষে আশা ভরসা ছিল ডিমের উপর কিন্তু এবার সেখানেও নাকানি চোবানি খেতে হচ্ছে মধ্যবিত্তকে। পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি, মুরগির খাবারের দাম গত দু’বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। তাই পাল্লা দিয়ে বাড়ছে মাংস এবং ডিমের দাম। পাশাপাশি ব‌্যবসায়ীদের কথা অনুযায়ী ,দাম বেড়েছে পিঁয়াজেরও। ২৭ টাকা থেকে ৩০ টাকায় পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরো বাজারে তা বিকোচ্ছে ৫০ টাকায়। গত এক সপ্তাহে তার দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫ টাকা। গত দেড় মাসে এক জোড়া ডিমের দাম গড়ে ৩ টাকা করে বেড়েছে। এক ট্রে ডিম মাসখানেক আগেও যেখানে দাম ছিল ১৪০-১৫০ টাকা, সেই দামই ২০০ টাকা ছাড়িয়েছে বাজারে। দোকানদারদের মতে পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরো বাজারে এভাবে দাম বাড়াতে বাধ্য হয়েছেন তাঁরা। পোলট্রির (Poultry) ব্যবসায়ীরা বলছেন অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আনা প্রায় বন্ধ হয়েছে। পাশাপাশি মুরগির খাবারের দাম অনেকটা বেড়েছে । তাই সবকিছুর মধ্যে সামঞ্জস্য রাখতে গেলে বৃদ্ধি করা ছাড়া আর অন্য কোন পথ খোলা নেই। সামনেই কেক পেস্ট্রির মরশুম। এখন সেই বাজারে এই মূল্য বৃদ্ধি কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। পিঁয়াজের দামবৃদ্ধি নিয়ে রাজ‌্য সরকারের কৃষি বিষয়ক টাস্ক ফোর্সের (Task Force) বক্তব্য যোগান কম থাকার কারণে বাধ্য হয়েই বাড়াতে হয়েছে পিঁয়াজের দাম।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version