Monday, August 25, 2025

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার ভারতের, কী কী কারণে হারের মুখ দেখল ভারতীয় দল?

Date:

টি-২০ বিশ্বকাপের লজ্জার হার ভারতের। সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারে রোহিত শর্মারা। চলতি টি-২০ বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে কী এমন হল যাতে ইংরেজদের কাছে এরকমভাবে মুখ থুবরে পরতে ভারতীয় দলকে।

সেমিফাইনালে হারের কারণ হিসাবে যা যা উঠে আসছে তা একপ্রকার এরকম।

*) ওপেনিং জুটির ব‍্যাটিং ব‍্যর্থতা:  চলতি টি-২০ বিশ্বকাপে ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল এবং রোহিত শর্মা। রাহুল শেষ দু’ম‍্যাচে রান পেলেও সেমিফাইনালে পাঁচ রানে আউট হন। আর রোহিত আউট হন ২৭ রানে। বড় ম্যাচে বার বার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। রোহিতের মন্থর ব্যাটিংয়ের জন্য পাওয়ার প্লে-তে রান করতে পারেনি ভারত। তার খেসারত দিতে হয় ভারতীয় দলকে।

*) পাওয়ার প্লে-তে কম রান তোলা: পাওয়ার প্লে-তে প্রথম ছ’ওভারে ভারত মাত্র ৩৮ রান তোলে। শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত। জঘন্য শুরু পাওয়ার প্লে’তে। পাওয়ার প্লে’তে এক উইকেটে ৩৮ রান তুলেছিল ভারত। যে কৌশল গ্রুপ লিগে কাজ করলেও সেমিফাইনালের চাপটাই আলাদা। বিশেষত দুর্দান্ত ব্যাটিং পিচে ইংল্যান্ডের বিশাল ব্যাটিং লাইন-আপের সামনে যেটা ভয়ঙ্কর কৌশল ছিল। অথচ ইংল্যান্ড পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৩ রান তোলে। সেখানেই ম্যাচ বেরিয়ে গিয়েছিল ভারতের হাত থেকে।

*) বল হাতে ব‍্যর্থ ভারতীয় দল। জঘন্য পারফরম্যান্স ভুবনেশ্বর কুমারের। এতদিন আন্তর্জাতিক টি-২০ ভুবির সামনে জুজু হয়ে থাকতেন জস বাটলার। বৃহস্পতিবার ভুবিকে তছনছ করতে বাটলার আক্রমণের পথে হাঁটলেন। ২ ওভার বল করে ২৫ রান দেন তিনি। জঘন্য বোলিং অক্ষর প্যাটেলেরও। ভারতের ঘূর্ণি উইকেটে দেখে যে কোনও স্পিনারকে বিবেচনা করা যায় না, তা আবারও প্রমাণ কর দিলেন অক্ষর। এই বিশ্বকাপে তাঁর অবদান কার্যত শূন্য। সেমিফাইনালে ভারতীয় বোলাররা যা বোলিং করছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এছাড়াও ফিল্ডিং ভালো হয়নি ভারতীয় দলের। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মহম্মদ শামি যা করলেন, তার কোনও ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন। যা দেখে রেগে যান অধিনায়ক রোহিত শর্মাও। ক‍্যাচ মিস করেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন:তীরে এসে তরী ডুবলো ভারতের, সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল

 

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version