Sunday, November 9, 2025

হেমন্তের রাতে পারদ নামল কলকাতায়, উত্তরে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আবহাওয়া দফতরের (Alipore Weather Department) হিসেব বলছে জাঁকিয়ে শীত (Winter) পড়তে আরও কিছুটা সময় লাগবে। তাই বলে ভোর রাতের শিরশিরানি এড়িয়ে যেতে পারছেন না কেউই। আগামী সপ্তাহে এক লাফে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। এর মাঝেই বৃহস্পতিবার রাতের দিকে হালকা শীতের আমেজ পেল কলকাতাবাসি (Kolkata)।

ঘরের দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার বলছে প্রকৃতিতে এখন হেমন্তের হিমেল পরশ। ভোরবেলা হালকা হালকা কুয়াশার দেখা মিলছে। বেলা বাড়তেই রোদের দাপট থাকছে বটে।তবে আগের মতো খুব একটা চড়া বোধ হচ্ছে না। আগামী সপ্তাহের গোড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ২-৪ ডিগ্রি পারদ নামতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সিকিমে তুষারপাত হতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। এর প্রভাবে কলকাতা তথা দক্ষিণবঙ্গে (South Bengal) শৈত্য প্রবাহ না হলেও পশ্চিমাঞ্চলের জেলাতে শীতের আমেজ বাড়বে। খুব সামান্য পরিমাণে উত্তরের বাতাস প্রবেশ করতে শুরু করেছে, আগামী তিন চার দিনের মধ্যেই কলকাতাতে অল্প হলেও শীতের আমেজ উপভোগ করা যাবে, এমনটাই মত আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ (Depression) হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম ।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...