‘বঙ্গভঙ্গ চাই না’, বিজেপির বিভাজননীতির বিরোধীতায় হাজার কিমি হাঁটবে তৃণমূল

বিজেপির বিভাজনের নীতির বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল (TMC)। কর্মী সমর্থকেরা হাঁটবেন ১ হাজার কিলোমিটার। ‘বঙ্গভঙ্গ চাই না’ এই শ্লোগানকে সামনে রেখেই নভেম্বর থেকে কোচবিহার জেলা জুড়ে ২ মাসে ১হাজার কিলোমিটার পথ হাঁটবে জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার মদনমোহনদেবের রাসযাত্রার মেলায় সহায়তাকেন্দ্রের উদ্বোধনে এসে একথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিজেপি উন্নয়ন করতে না পেরে হিংসার রাজনীতি করছে। বাংলাভাগের চক্রান্ত কররছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দেবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো একতার পথে এগিয়ে যাবে রাজ্য। পাশপাশি তিনি বলেন, মা-মাটি-মানুষের সরকার সবসময় মানুূষের কথাভাবে। মানুষের নিরাপত্তার কথা ভাবে। এই কারণেই রাসমেলায় সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হল। যেখান থেকে দর্শনার্থীরা পানীয় জল, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় সামগ্রী পাবেন।

আরও পড়ুন- হিমাচল প্রদেশের ৬৮ আসনে শেষ ভোটগ্রহণ! বিকেল ৫টা অবধি ভোটদানের হার ৬৬ শতাংশ

Previous articleহিমাচল প্রদেশের ৬৮ আসনে শেষ ভোটগ্রহণ! বিকেল ৫টা অবধি ভোটদানের হার ৬৬ শতাংশ
Next articleনিউজিল্যান্ড সফরে ভারতের দায়িত্বে লক্ষণ