Wednesday, August 27, 2025

কামড় বিতর্কে পুলিশকর্মী ইভাকে তলব, বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের

Date:

টেট দুর্নীতি চাকরিপ্রার্থীদের আন্দোলনে ক্যামাক স্ট্রিটে বেনজির ঘটনা। কামড়-পাল্টা কামড়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। সেই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মী ইভা থাপাকে (Eva Thapa) তলব করল লালবাজার। সামনের সোমবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি সাউথ (2) বুদ্ধদেব মুখোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত হবে। ইভা এবং অভিযোগকারী অরুণিমা পালের (Arunima Pal) বক্তব্য খতিয়ে দেখবেন তিনি।

বুধবার দুপুরে TET পরীক্ষার্থীদের আন্দোলনে প্রথমে এক্সাইড মোড় ও পরে ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার হয়। সেখানেই এক আন্দোলনকারীর হাতে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক মহিলা পুলিশ (Police) কনস্টেবল ইভা থাপার বিরুদ্ধে। তবে, সম্পূর্ণ ভিডিও ফুটেজ খতিয়ে দেখা যায় আগে ইভার হাতে আগে কামড়ে দেন আন্দোলনকারী। বিক্ষোভকারীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। সেই মামলায় বৃহস্পতিবার অভিযুক্ত ধৃত অরুণিমা পাল-সহ ৩০ জনকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ধৃত অরুণিমার পরিবার। যদিও পুলিশের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় অরুণিমাই পুলিশের হাত ছাড়ানোর জন্য প্রথমে ইভার হাতে কামড়ান। তারপর রেগে গিয়ে পাল্টা কামড় দেন ইভা। তাঁর মেডিক্যাল পরীক্ষা (Medical Test) করানো হয়। সেখানে ইভার হাতে মানুষের কামড়ের দাগ রয়েছে বলে জানানো হয়েছে। সেই ঘটনায় সোমবারই অভিযুক্ত মহিলা পুলিশ কর্মী ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। ওই একই দিনে ডাকা হতে পারে আক্রান্ত মহিলা আন্দোলনকারী অরুণিমাকেও। তবে, পুলিশ সূত্রে খবর, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা কম।

আরও পড়ুন:ফের রাতের কলকাতায় শ্যুটআউট! দুষ্কৃ*তীদের তাণ্ডবে উত্তপ্ত বণ্ডেল গেট

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version