Friday, November 7, 2025

ফের রাতের কলকাতায় শ্যুটআউট! দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত বণ্ডেল গেট

Date:

ফের রাতের কলকাতায় চলল গুলি। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে (Clash) উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার বন্ডেল গেট (Bondel Gate) এলাকা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ স্থানীয় ১২ নম্বর রাইফেল রেঞ্জ রোডের (Rifle Range Road) উপর দুই দুষ্কৃতী চন্দন যাদব (Chandan Yadav) এবং সুরজ সাউয়ের (Suraj Shaw) মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষের আকার নেয়। এরপরই চলে গুলি। রাম দাসের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও পুলিশ শ্যুটআউটের (Shootout) বিষয়টি অস্বীকার করেছে।

এলাকাবাসীদের অভিযোগ, প্রায়ই দু’দলের মধ্যে ঝামেলা লেগে থাকে। কিন্তু শুক্রবার রাতে আচমকাই গুলির শব্দ শোনা যায়। রাইফেল রেঞ্জ রোড এলাকার একটি আবাসনের সামনে ঘটনাটি ঘটেছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ (Gariahat Police)। সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার (Arrests) করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনও আগ্নে*য়াস্ত্র মেলেনি।

পুলিশ আরও জানিয়েছে, এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। দুষ্কৃতী দল দুটির মধ্যে আগেও একাধিকবার এলাকায় অশান্তির অভিযোগ ওঠে। তবে শুক্রবার রাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে এলাকা থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version