ব্যারেল প্রতি ৯৫.৯৯ ডলারে পৌঁছে গেল অপরিশোধিত তেলের দাম। ক্রমাগত পতনের পর ফের বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। দেশের বড় সরকারি তেল কোম্পানি ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) , ইন্ডিয়ান অয়েল ( Indian Oil) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রকাশ করেছে আজকের পেট্রোপণ্যের বাজার দর। উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও মেট্রোপলিটন শহরে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল (Petrol diesel), জেনে নিন।

লিটার প্রতি পেট্রোল ডিজেলের দাম (Petrol diesel price) :

কলকাতা : পেট্রোল ১০৬.০৩ টাকা
ডিজেল ৯২.৭৬ টাকা

দিল্লি : পেট্রোল ৯৬.৭২ টাকা
ডিজেল ৮৯.৬২ টাকা

মুম্বাই: পেট্রোল ১০৬.৩১ টাকা
ডিজেল ৯৪.২৭ টাকা

চেন্নাই : পেট্রোল ১০২.৬৩ টাকা
ডিজেল ৯৪.২৪ টাকা
