Saturday, August 23, 2025

“যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে”! ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর টুইট জয়শংকরের

Date:

ইউক্রেনের বিদেশমন্ত্রী (Ukraine Forgein Minister) দিমিত্র কুলেবার (Dmytro Kuleba) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। শনিবার কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরে আসিয়ান-ইন্ডিয়া সামিট (Asian India Summit) চলাকালীন দুজনের মধ্যে বৈঠক হয় বলে খবর। এরপর নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) এই বৈঠকের কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর লেখেন, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রপ্তানি ও পারমানবিক হামলার আশঙ্কা নিয়েও আমাদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছিলেন এস জয়শংকর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারত মধ্যস্থতা করবে না বলেও সরাসরি জানিয়ে দেন তিনি। এরপরই শনিবার ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, সরকারিভাবে হস্তক্ষেপ না করার কথা বললেও নেপথ্যে থেকে যুদ্ধ পরিস্থিতি যাতে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেই চেষ্টা করছে নয়াদিল্লি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আমেরিকা সহ পশ্চিমি দুনিয়া মস্কোর উপর নানা নিষেধাজ্ঞা জারি করলেও নয়াদিল্লি সেই পথে এগোয়নি। কূটনৈতিক এবং বাণিজ্যিক স্তরে দুই পুরনো বন্ধু দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়া সংক্রান্ত ভোটাভুটিতে ধারাবাহিক ভাবে ভারত ভোটদানে বিরত থেকে ভারসাম্যের অবস্থান নিয়ে চলেছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version