Saturday, August 23, 2025

“যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে”! ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর টুইট জয়শংকরের

Date:

ইউক্রেনের বিদেশমন্ত্রী (Ukraine Forgein Minister) দিমিত্র কুলেবার (Dmytro Kuleba) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। শনিবার কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরে আসিয়ান-ইন্ডিয়া সামিট (Asian India Summit) চলাকালীন দুজনের মধ্যে বৈঠক হয় বলে খবর। এরপর নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) এই বৈঠকের কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর লেখেন, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রপ্তানি ও পারমানবিক হামলার আশঙ্কা নিয়েও আমাদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছিলেন এস জয়শংকর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারত মধ্যস্থতা করবে না বলেও সরাসরি জানিয়ে দেন তিনি। এরপরই শনিবার ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, সরকারিভাবে হস্তক্ষেপ না করার কথা বললেও নেপথ্যে থেকে যুদ্ধ পরিস্থিতি যাতে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেই চেষ্টা করছে নয়াদিল্লি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আমেরিকা সহ পশ্চিমি দুনিয়া মস্কোর উপর নানা নিষেধাজ্ঞা জারি করলেও নয়াদিল্লি সেই পথে এগোয়নি। কূটনৈতিক এবং বাণিজ্যিক স্তরে দুই পুরনো বন্ধু দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়া সংক্রান্ত ভোটাভুটিতে ধারাবাহিক ভাবে ভারত ভোটদানে বিরত থেকে ভারসাম্যের অবস্থান নিয়ে চলেছে।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version