Thursday, November 6, 2025

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা, মিজোরামকে হারাল ৯ উইকেটে

Date:

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা। এদিন বোলারদের দাপটে মিজোরামকে ৯ উইকেটে হারাল অভিমূন‍্য ইশ্বরনের দল। বাংলার হয়ে চার উইকেট প্রদীপ্ত প্রামানিকের। বোলারদের দাপটে এদিন মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় মিজোরামের ইনিংস।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় মিজোরাম। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে গুটিয়ে রায় তারা। মিজোরামের হয়ে সর্বোচ্চ রান জোসেপের। ২১ রান করেন তিনি। ১৪ রান করেন অবিনাশ যাদব। অধিনায়ক তারুবর কোহলি করেন ৪ রান। বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া শ্রীবৎস গোস্বামী নিজের পুরনো দলের বিরুদ্ধে নজর কাড়তে ব‍্যর্থ এদিন। ব্যাট করতে নেমে মাত্র ৪ রানের বেশি করতে পারেননি তিনি। বাংলার হয়ে চার উইকেট প্রদীপ্ত প্রামানিকের। তিন উইকেট গীত পুরির। দুই উইকেট মুকেশ কুমারের। এক উইকেট শাহবাজ আহমেদের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় বাংলা। বাংলা মাত্র ৬.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৩.৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে লক্ষ্মীরতন শুক্লার দল। ৯ বলে ৪ রান করে রালতের বলে আউট হন সুদীপ ঘরামি। ১৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ঋত্বিক চৌধুরী। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন অগ্নিভ পান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মহারণে মুখোমুখি পাকিস্তান-ইংল‍্যান্ড, কী বলছে মেলবোর্নের আকাশ?

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version