বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা, মিজোরামকে হারাল ৯ উইকেটে

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় বাংলা। বাংলা মাত্র ৬.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা। এদিন বোলারদের দাপটে মিজোরামকে ৯ উইকেটে হারাল অভিমূন‍্য ইশ্বরনের দল। বাংলার হয়ে চার উইকেট প্রদীপ্ত প্রামানিকের। বোলারদের দাপটে এদিন মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় মিজোরামের ইনিংস।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় মিজোরাম। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে গুটিয়ে রায় তারা। মিজোরামের হয়ে সর্বোচ্চ রান জোসেপের। ২১ রান করেন তিনি। ১৪ রান করেন অবিনাশ যাদব। অধিনায়ক তারুবর কোহলি করেন ৪ রান। বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া শ্রীবৎস গোস্বামী নিজের পুরনো দলের বিরুদ্ধে নজর কাড়তে ব‍্যর্থ এদিন। ব্যাট করতে নেমে মাত্র ৪ রানের বেশি করতে পারেননি তিনি। বাংলার হয়ে চার উইকেট প্রদীপ্ত প্রামানিকের। তিন উইকেট গীত পুরির। দুই উইকেট মুকেশ কুমারের। এক উইকেট শাহবাজ আহমেদের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় বাংলা। বাংলা মাত্র ৬.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৩.৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে লক্ষ্মীরতন শুক্লার দল। ৯ বলে ৪ রান করে রালতের বলে আউট হন সুদীপ ঘরামি। ১৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ঋত্বিক চৌধুরী। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন অগ্নিভ পান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মহারণে মুখোমুখি পাকিস্তান-ইংল‍্যান্ড, কী বলছে মেলবোর্নের আকাশ?