Thursday, August 21, 2025

সামনেই ২০২২ কাতার বিশ্বকাপ। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু ফুটবলের মহাযুদ্ধ। এরই মাঝে বিস্ফোরক রোনাল্ডো। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ কতৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক বিষয়ে মুখ খুললেন সিআরসেভেন। যা নিয়ে রীতিমতো পরে গিয়েছে আলোরন। ম‍্যানইউর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মারাত্মক অভিযোগ আনলেন পর্তুগালের সুপারস্টার। এমনকি ‘রেড ডেভিলস’-এর হেড কোচ এরিক টেন হ্যাগকেও একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন রোনাল্ডো। সি আর সেভেন-এর বিস্ফোরক দাবি, নিজের কৃতকর্মের জন্যই ক্লাব দলের হেড কোচ তাঁর সম্মান হারিয়েছেন!

সম্প্রতি এক টেলিভিশন চ‍্যানালে সাক্ষাৎকার দেন রোনাল্ডো। সেই সাক্ষাৎকারে সি আর সেভেন বলেন,” শুধু কোচই নয়, ক্লাবের আশেপাশে আরও দু-তিনজন লোক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বুঝতে পারছি যে কিছু লোক আমাকে এখানে চায় না। শুধু এই বছর নয়, গত বছরও একই সমস্যা হয়েছিল। দুই থেকে তিনজন এই চক্রান্তের পিছনে রয়েছেন। এখন তো মনে হচ্ছে আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।”

এর পরই টিমের ম্যানেজার এরিক টেন হ্যাগের বিরুদ্ধে অভিযোগ করে রোনাল্ডো আরও বলেন,” ওই মানুষটিকে একদম শ্রদ্ধা করি না। কারণ ও আমাকে সম্মান করেন না। আপনি কাউকে সম্মান না করলে নিজেও সম্মান পেতে পারেন না।”

রোনাল্ডো আরও জানিয়েছেন, জুলাইয়ে যখন তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন ক্লাবের পক্ষ থেকে কেউই তাঁর পাশে দাঁড়াননি। উল্টে তাঁরা সন্দেহ করে গিয়েছেন রোনাল্ডোকেই।  তিনি বলেন, ”আমি ভক্তদের সত্যিটা জানাতে চাই। ক্লাবের জন্য সেরাটা দিতে চাই বলেই ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছি। কিন্তু ক্লাবের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ক্ষতি করছে। সেই জন্যই আমাদের দল ম‍্যান সিটি, লিভারপুলের মত চ্যাম্পিয়ন হতে পারছে না। আমাদের শীর্ষে থাকার কথা। কিন্তু তা হচ্ছে না।”

আরও পড়ুন:শামি-শোয়েব টুইট বিতর্কে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version