Saturday, January 10, 2026

অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে হবে, গোয়েন্দাদের নির্দেশ শাহের

Date:

Share post:

প্রতিবেশী দেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের(Infiltrater) বিষয়টি নিয়ে শুরু থেকেই সরব বিজেপি সরকার(BJP Govt)। এবার সেই ইস্যুতে কড়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ আটক ও ফেরত পাঠানোর বিষয় গোয়েন্দাদের তৎপর হওয়া নির্দেশ দেন অমিত শাহ(Amit Shah)।

জানা গিয়েছে, সম্প্রতি দিল্লিতে বিভিন্ন রাজ্যের গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। অমিত শাহ নির্দেশ দেন প্রতিটি রাজ্যে অন্তত ১০০ জন অনুপ্রবেশকারীর তালিকা প্রস্তুত করতে হবে, প্রয়োজনে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। শাহ বলেন, প্রতিবেশী দেশ এই অনুপ্রবেশের বিষয়টি মানতে না চাইলেও এ বিষয়ে আমাদের তৎপর হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সহ ১৫টি রাজ্যে ভিনদেশীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গেও বেআইনি অনুপ্রবেশের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, শুরু থেকেই বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিজেপি সরকার। সীমান্তবর্তী অঞ্চলে বুলিতে যেভাবে জনবিস্ফোরণ হচ্ছে তাতে কেন্দ্রের আশঙ্কা এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণ অনুপ্রবেশ হচ্ছে। সরকারি পরিসংখ্যান থেকেই জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে হুড়মুড় করে বাড়ছে মুসলিম জনসংখ্যা। গত এক-দেড় বছরে ওই এলাকাগুলিতে মাদ্রাসার সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...