Monday, January 12, 2026

বীরবাহাকে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রতিবাদে সরব তৃণমূলের আদিবাসী নেতৃত্ব

Date:

Share post:

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে অখিল গিরির(Akhil Giri) মন্তব্যকে হাতিয়ার করে রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছে বিজেপি(BJP)। যদিও ঘটনার পর ইতিমধ্যেই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন অখিল গিরি। এরই মাঝে আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদা(Birbaha Hansda) ও দেবনাথ হাঁসদাকে(Debnath Hansda) উদ্দেশ্য করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Shubhendu Adhikari) মন্তব্য প্রকাশ্যে উঠে এসেছে। যেখানে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, “বীরবাহা হাঁসদা ও দেবনাথ হাঁসদারা আমার পায়ের তলায় থাকে।” তাঁর এই মন্তব্যে আদিবাসীদের প্রতি বিজেপির মানসিকতা ঠিক কি তা তুলে ধরে সরব হয়েছেন তৃণমূলের(TMC) আদিবাসী নেতা নেত্রীরা।

আদিবাসীদের উদ্দেশ্যে শুভেন্দুর বক্তব্যের পাল্টা তোপ দেগে এক ভিডিও বার্তায় তৃণমূল সাংসদ কুনার হেমব্রম বলেন, “পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত অঞ্চলের আদিবাসীরা কালো চামড়ার হয়। ভারতের আদি বাসিন্দারাই আদিবাসী। আদিবাসীরা দেখতে কালো।” এরপরই তিনি বলেন, “ব্রিটিশরা ২০০ বছর এদেশে শাসন চালিয়েছে। তারা চলে গেছে। কিন্তু কিছু সাদা চামড়ার শুয়োর আমাদের দেশে এখনো রয়ে গেছে।”

শুভেন্দুকে তোপ দেগে এদিন রাজ্যের মন্ত্রী তথা আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদা বলেন, “লালগড়ের মাটিতে দাঁড়িয়ে নেতাই দিবসের দিন শুভেন্দু অধিকারী যেভাবে আমাকে ও দেবনাথ হাঁসদাকে আক্রমণ করেছিলেন তা নিয়ে কোন প্রতিবাদ হয়নি। আমরাও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমি সাঁওতাল মহিলা। আসলে বিজেপি দলটা চিরকাল আদিবাসী বিরোধী। এরা আদিবাসীদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করে। বিজেপিকে প্রশ্ন আদিবাসী সম্প্রদায়কে অপমান করার জন্য আপনারা কি শুভেন্দুর পদত্যাগ দাবি করেছেন। আশা করবো আগামী দিনে আপনারা শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি করবেন।”

এছাড়াও শুভেন্দুকে আক্রমণ জানিয়েছেন তৃণমূল নেতা দেবু টুডু ও সন্দেশখালি ২ এর বিধায়ক সুকুমার মাহাতো। তৃণমূলের আদিবাসী নেতা দেবু টুডু বলেন, “শুভেন্দু অধিকারী যে ভাষায় আমাদের আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদাকে অপমান করেছেন তার নিন্দা জানানোর ভাষা নেই। এই বিজেপি এই শুভেন্দু অধিকারীরা চিরকাল আদিবাসীদের পায়ের নিচে দাঁড়িয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি রাজ্যের সকল আদিবাসীদের কাছে আবেদন জানাচ্ছি এই অসভ্য বর্বরদের বিরুদ্ধে আসুন আমরা একত্রে প্রতিবাদ করি।” পাশাপাশি সুকুমার মাহাতো বলেন, “আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার আদিবাসীরা অনেক ভালো আছি। তবে এই গাদ্দার মীরজাফরদের আদিবাসী সম্পর্কে যে মানসিকতা সেটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। আমি এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

spot_img

Related articles

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

ফের SIR-এর শুনানি-পর্বে মানুষের হয়রানির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন বাংলার...

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...