নথি না মেলায় হাইকোর্টে পিছিয়ে গেল অখিল মামলার শুনানি

রাষ্ট্রপতিকে কুমন্তব্যের জেরে তৃণমূল নেতা অখিল গিরির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt)। মামলাকারী পক্ষের আইনজীবী এদিন হাইকোর্টে সওয়াল করেন অখিল গিরি(Akhil Giri) নথি নিতে চাননি। এরপর হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, “আশা করব এবার তিনি নথি গ্রহণ করবেন।”

উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুমন্তব্য করে বসেন অখিল গিরি তিনি বলেন, “আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?” তাঁর এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে। ঘটনার পর অবশ্য ক্ষমা চান অখিল গিরি। এই ঘটনায় হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সুস্মিতা সাহা দত্ত নামে এক আইনজীবী দায়ের করেন জনস্বার্থ মামলা। আবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি যে মন্তব্য করেছেন, তা সংবিধানের অবমাননা করে। সাংবিধানিক অবমাননাকর মন্তব্য করলেও রাজ্যের তরফ থেকেও কোনও কড়া পদক্ষেপ করা হয়নি। তবে অখিল গিরি এই মামলার নথি নিতে না চাওয়ায় পিছিয়ে গেল এই মামলার শুনানি।

Previous articleMizoram : পাথরের খাদানে ধস নেমে মৃ*ত্যু ৪ বাঙালির
Next articleবিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ! চিনকে টেক্কা দেবে ভারত ?