Saturday, November 29, 2025

সোনার দোকানে চুরি! কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় বিপক্ষে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি(BJP) সাংসদ নিশীথ প্রামাণিক(Nishit Pramanik)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা(Arrest Warrant) জারি করল আলিপুরদুয়ার জে এম -৩ আদালত। পুরনো একটি চুরির মামলায় অভিযুক্ত নিশীথের বিরুদ্ধে এই গ্রেফতারি(Arrest) পরোয়ানা জারি হয়েছে।

সরকারি আইনজীবী মারফত জানা গিয়েছে, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বিরপাড়া এলাকায় দু’টি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় নিশীথের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নিশীথ প্রামাণিক ২০১৯ সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসাতের এমপি আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু পরবর্তীতে নিশীথ প্রামাণিকেরই বিশেষ আবেদনের ভিত্তিতে ওই মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ওই মামলার শুনানিতেই নিশীথ বা তার আইনজীবী উপস্থিত না থাকার দরুন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে দাবি সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদারের।

নিশীথের গ্রেফতারি পরোয়ানা বিষটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, বিজেপি চোর, গুন্ডা বাদমায়েসের দল, এটা আমরা বার বার বলেছি, এই ঘটনা সেটাকেই প্রমাণ করল। দেশের স্বরাষ্ট্র দফতরের ভার এক জন চোরের হাতে দেওয়া আছে। তাহলে বিজেপি শাসনে দেশের অবস্থা কি সকলেই বুঝতে পারছেন। ডিসেম্বর মাসের সাত তারিখে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানায় রাজ্যে বিজেপির ভাবমূর্তি যে কালিমালিপ্ত হবে তা মনে করছে ওয়াকিবহাল মহল।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...