Monday, November 10, 2025

সোনার দোকানে চুরি! কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Date:

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় বিপক্ষে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি(BJP) সাংসদ নিশীথ প্রামাণিক(Nishit Pramanik)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা(Arrest Warrant) জারি করল আলিপুরদুয়ার জে এম -৩ আদালত। পুরনো একটি চুরির মামলায় অভিযুক্ত নিশীথের বিরুদ্ধে এই গ্রেফতারি(Arrest) পরোয়ানা জারি হয়েছে।

সরকারি আইনজীবী মারফত জানা গিয়েছে, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বিরপাড়া এলাকায় দু’টি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় নিশীথের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নিশীথ প্রামাণিক ২০১৯ সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসাতের এমপি আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু পরবর্তীতে নিশীথ প্রামাণিকেরই বিশেষ আবেদনের ভিত্তিতে ওই মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ওই মামলার শুনানিতেই নিশীথ বা তার আইনজীবী উপস্থিত না থাকার দরুন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে দাবি সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদারের।

নিশীথের গ্রেফতারি পরোয়ানা বিষটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, বিজেপি চোর, গুন্ডা বাদমায়েসের দল, এটা আমরা বার বার বলেছি, এই ঘটনা সেটাকেই প্রমাণ করল। দেশের স্বরাষ্ট্র দফতরের ভার এক জন চোরের হাতে দেওয়া আছে। তাহলে বিজেপি শাসনে দেশের অবস্থা কি সকলেই বুঝতে পারছেন। ডিসেম্বর মাসের সাত তারিখে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানায় রাজ্যে বিজেপির ভাবমূর্তি যে কালিমালিপ্ত হবে তা মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...
Exit mobile version