Saturday, August 23, 2025

আইন হাতে তুলে নিলে ভুগতে হবে: সাঁইথিয়া কাণ্ডে কড়া বার্তা ফিরহাদের

Date:

সাঁইথিয়ার(Sainthia) ফুলুর গ্রাম পঞ্চায়েতের বহরাপুর গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ তাজা বোমা। বিরোধীদের তরফে এই ঘটনাকে তৃণমূলের(TMC) গোষ্ঠীদ্বন্দ্ব বলে দেগে দেওয়ার চেষ্টা হলেও, এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “এই ঘটনা নিছকই গ্রাম্য বিবাদ।” পাশাপাশি তিনি এটাও জানান, “যে আইন হাতে তুলবে, সে ভুগবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে দিয়েছেন।”

এদিন সাঁইথিয়ার ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, “সাঁইথিয়ার ঘটনা একটি গ্রাম্য বিবাদের ঘটনা। পুলিশ ব্যবস্থাও নিয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। গ্রাম্য বিবাদ সর্বত্রই থাকে। তা নিয়ে বিরোধীরা রাজনীতি করলে কোনও লাভ নেই।” পাশাপাশি তিনি আরও বলেন, “জমিজমা, ধান এসব নিয়ে বিবাদ হয়। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর অ্যান্টি সোশ্যাল তো অ্যান্টি সোশ্যালই হয়। তাদের কোনও দলও হয় না, কোনও জাত হয় না। পুলিশ সক্রিয়ভাবে অনেককেই গ্রেফতার করেছে। যে আইন হাতে তুলবে, সে ভুগবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে দিয়েছে।”

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, “আধঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এখনও অবধি সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কিছু সুতলি বোমা আমরা উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে।” যদিও পরে এই গ্রেফতারির ঘটনা বেড়ে দাঁড়ায় ১২। সোমবার রাতভর ওই গ্যরামে চলে তল্লাশি অভিযান। বেশকিছু জায়গা থেকে নতুন অরে বোমা উদ্ধার কথা প্রকাশ্যে এসেছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version