Wednesday, November 5, 2025

লাভ জেহাদের জেরেই কি খু*ন ! শ্রদ্ধার মৃ*ত্যু নিয়ে প্রশ্ন বাবার

Date:

দিল্লির শ্রদ্ধা ওয়ালকার খু*নের (Delhi Shraddha Mu*rder Case) ঘটনায় বিস্মিত গোটা দেশ। যে নৃশংসতার সঙ্গে খু*ন করা হয়েছে তাতে শিউরে উঠছেন সকলেই। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শ্রদ্ধাকে হ*ত্যার পর সবরকমভাবে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আফতাব (Aftab)। শুধুই কি প্রাণে মেরে ফেলা ? শ্রদ্ধা ওয়ালকারের (Shraddha Walker)দেহ ৩৫টি টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রেমিক আফতাবের বিরুদ্ধে। এর সঙ্গে কি লাভ জেহাদ (Love Jihad) জড়িয়ে আছে? অন্তত তেমন আশঙ্কাই করছেন মৃ*তার বাবা। এমনকী তিনি অভিযুক্ত আফতাবের (Aftab) মৃ*ত্যুদণ্ড চাইছেন বলে জানা যাচ্ছে ।

২০১৯ সালে ডেটিং অ্যাপ মারফত শ্রদ্ধার সঙ্গে আলাপ হয় আফতাবের এবং সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। প্রেমিককে নিয়ে এক সঙ্গে থাকবেন বলে ঘর ছেড়েছিলেন শ্রদ্ধা। ভিন্‌‌ ধর্মের ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হোক, প্রথম থেকেই চাননি শ্রদ্ধার বাবা-মা। কিন্তু, প্রেমের টানে বাবা-মার আপত্তিকে অগ্রাহ্য করেই ঘর ছেড়েছিলেন শ্রদ্ধা। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে আফতাব ও শ্রদ্ধার সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। এমনকী পরস্পরকে তারা অবিশ্বাস করতেও শুরু করেছিল। অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছয় যে একে অপরকে ফোন করে হোয়াটস্যাপে জিপিএস লোকেশন (GPS location)ও আশেপাশের ছবি চেয়ে পাঠাত আফতাব-শ্রদ্ধা। সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে দেখে নিজেদের মধ্যে ভুল বোঝবুঝি মিটিয়ে নিতে এপ্রিল মাসে হিমাচল প্রদেশ (Himachal Pradesh)ও উত্তরাখণ্ডে (Uttarakhand) বেড়াতেও যান তাঁরা । সেখান থেকে ফিরে এসে দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই যুগল। কিন্তু অভিযুক্তের মাথায় ছিল অন্য পরিকল্পনা। দিল্লির (Delhi) ছাতারপুরের ফ্ল্যাটেই শ্রদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে খু*ন করে আফতাব। গত ১০ নভেম্বর মেয়ের হদিস না পেয়ে মুম্বই পুলিশে এফআইআর (FIR)দায়ের করেছিলেন শ্রদ্ধার বাবা (Sraddha’s father)। এর পরই আফতাবকে পাকড়াও করা হয়। জেরা চলাকালীন খু*নের কথা স্বীকার করেন আফতাব। বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন শ্রদ্ধা। এ নিয়ে অশান্তির জেরেই তাঁকে খু*ন করেছেন বলে দাবি করেছেন আফতাব। শ্রদ্ধার বাবা বলছেন আফতাবের মৃ*ত্যুদণ্ড হওয়া দরকার। তাঁর সন্দেহ লাভ জেহাদের জেরেই এই মর্মান্তিক পরিণতি।

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version