Sunday, November 9, 2025

ভবানীপুরে কার্তিক পুজার উদ্বোধনে প্রকাশিত হল মদন মিত্রর নতুন গান ‘ দে গোল ‘

Date:

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এই মুহূর্তে সব রাজনৈতিক দল রণকৌশল সাজাতে ব্যস্ত। ভবানীপুরের ইউনাইটেড ইউথ ফোরামের (Bhabanipur United Youth Forum) কার্তিক পুজোর উদ্বোধনে এসে আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মদন মিত্র (Madan Mitra) বললেন, বাংলায় আবার তৃনমূলের (TMC) জয়জয়কার হতে চলেছে। কামারহাটির (Kamarhati) বিধায়ক এদিন বলেন সামনে পঞ্চায়েত কাপ এবং ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। এই দুই কাপকে সামনে রেখে এস এস প্রোডাকশনের (SS Production) তরফ থেকে একটি গান লঞ্চ করা হল, যার নাম ‘দে গোল’ (De Goal)।

কার্তিক পুজোর (Kartik Puja) আনন্দে সামিল হতে প্রত্যেক বছর ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের পুজোর উদ্বোধনে হাজির হন মদন মিত্র। তিনি এদিন জানান, এখানে পুজো দিয়ে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করবে এটাই সবার প্রার্থনা। পুজো কমিটির তরফ থেকে ১০০০ কার্তিক কেনা হয়েছে বলে জানান বিধায়ক। তিনি বলেন যাঁদের সন্তান নেই তাঁরা তো বটেই পাশাপাশি সিঙ্গেল মাদাররাও চাইলে কমিটির সঙ্গে যোগাযোগ করে বিশেষ পুজোর ব্যবস্থা করতে পারেন, যার থেকে এক বছরের মধ্যে সন্তান লাভ সন্তান করতে পারেন তাঁরা।

পাশাপাশি তিনি এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে পঞ্চায়েত কাপ এবং ফুটবল বিশ্বকাপের প্রতীকী ট্রফি তুলে নির্বাচনে তৃণমূলের জয়গান গেয়ে শোনান। এস এস প্রোডাকশনের ব্যানারে এবার লঞ্চ হল মদন মিত্রর নিজস্ব গান ‘দে গোল ‘। একই সঙ্গে বিজেপি নেতৃত্বকে এই গানের মাধ্যমে তুলোধোনা করেন তিনি। নাম করেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নিজস্ব স্টাইলেই সুর চড়ান মদন মিত্র। এদিন মণ্ডপ চত্বরে এবং ভবানীপুরে পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু পোস্টার দেওয়া হয় যেখানে লেখা হয়েছে ‘আসিতেছে দিলু, শু. সু, মুখ্য ভূমিকায় মদন মিত্র’। এদিন সাংবাদিকদের সামনে খালি গলায় নতুন গান ‘দে গোল’ দু কলি গেয়ে শোনান বিধায়ক।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version