শুভেন্দুর সুস্থতা কামনায় যমরাজের কাছে পুজো, কুকথার প্রতিবাদে রেল অবরোধ তৃণমূলের

বুধবার যমরাজের কাছে পুজো দিল যুব তৃণমূল। বাগবাজারের যমরাজ মন্দিরে পুজো দেওয়া হয়। বাজানো হয় বেহালা।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক  রোগগ্রস্ত হয়ে পড়েছেন। এমন দাবি করে দ্রুত তাঁর সুস্থতা কামনা করে সোমবার তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের পক্ষ থেকে ফুল ও গ্রিটিংস কার্ড দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছিল বিরোধী দলনেতাকে। বুধবার যমরাজের কাছে পুজো দিল যুব তৃণমূল। বাগবাজারের যমরাজ মন্দিরে পুজো দেওয়া হয়। বাজানো হয় বেহালা।

এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশে করে শুভেন্দু অধিকারীর একের পর এক মন্তব্যকে কুরুচিকর বলে দাবি জানিয়েছে জোড়া ফুল শিবির। রাজ্যে বিরোধী দলনেতার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মধ্যমগ্রামে রেল অবরোধে নামল তৃণমূল। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে এবার মধ্যমগ্রাম স্টেশনে (Madhyamgram Station) চলল প্রতীকী অবরোধ। এর ফলে বনগাঁ-শিয়ালদহ শাখায় (Bongaon Sealdah Train Route) ট্রেন চলাচল সাময়িক ব্যাহত।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের আন্দোলনে এবার তপ্ত কালীঘাট মেট্রো স্টেশন চত্বর
আধঘণ্টা বাদে অবরোধ উঠলে ফের শুরু হয় ট্রেন চলাচল। কিন্তু সকালে অফিস টাইমে আধঘণ্টা ট্রেন অবরোধে মারাত্মক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এমনকী এই আধঘণ্টার পরিষেবা থাকার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগে।

Previous articleকেশপুরে দুষ্কৃতী হামলায় হাত উড়ল তৃণমূল কর্মীর
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে