এক্সাইড মোড়ের পর উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের(CAndidate) বিক্ষোভে এবার স্তব্ধ কালীঘাট(Kalighat)। পুলিশের বাধার সামনেও অনড় অবস্থান বিক্ষোভকারীদের(Protester)। ইতিমধ্যেই পুলিশের তরফে আটক করা হয়েছে বহু চাকরি প্রার্থীকে। প্রিজন ভ্যান, বাস, ট্যাক্সিতে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বিক্ষোভকারীদের। তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের(Police)। বিক্ষোভস্থলে পৌঁছেছেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। ধ্বস্তা-ধ্বস্তিতে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক আন্দোলনকারী। কিছু বিক্ষোভকারীকে সরাতে পারলেও বেশ কিছু প্রার্থী এখনোও রয়েছেন অবস্থান বিক্ষোভে।
