Monday, August 25, 2025

সিটের (SIT) দায়িত্ব নিচ্ছেন না অখিলেশ কুমার সিং (Akhilesh Kumar Singh)। গত ১৫ নভেম্বর তিনি সিবিআইয়ের (CBI) দায়িত্ব ছাড়েন। অসম পুলিশের (Assam Police) আইজি (IG) পদে যোগ দিচ্ছেন তিনি। আর সেকারণেই তিনি সিটের দায়িত্ব নিতে পারবেন না। মাস খানেক আগেই অসম সরকারের তরফে অখিলেশ সিং-কে আইজি পদে ফেরতের জন্য আবেদন জানানো হয়। সেই পথে হেঁটেই গত ১৫ নভেম্বর সিবিআই থেকে তাঁকে রিলিজ করা হয়। তবে বর্তমানে সিটের দায়িত্ব কে নেবেন? তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, পরবর্তী সিটের দায়িত্ব কে নেবেন তা দিল্লিতে (Delhi) উচ্চ পর্যায়ের বৈঠকের (High Level Meeting) পরই ঠিক হবে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছিলেন অখিলেশ। কয়লা পাচার (Coal Smuggling), গরু পাচার (Cow Smuggling), বগটুই অগ্নিকাণ্ড (Bogtui Case), ভাদু শেখের খু*ন (Bhadu Seikh) সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন তিনি। তবে কয়েক মাস আগেই দিল্লির সিবিআই দফতরের দায়িত্ব পান তিনি। সিবিআইতে আসার আগে তিনি অসমে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, বুধবারই স্কুলের গ্রুপ ডি নিয়োগ (Group D recruitment) মামলার তদন্তে সিবিআই পরিচালিত সিট ভেঙে নতুন সিট তৈরি করার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সিবিআই সিট থেকে ২ জনকে সরিয়ে ৪ জনকে নতুনভাবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই পথে হেঁটে সিবিআই-সিট থেকে সরানো হল ডেপুটি সুপার (Deputy Super) কে সি রিশিনামোল ও ইন্সপেক্টর (Inspector) ইমরান আশিককে। পাশাপাশি জানান হয় সিটের নেতৃত্ব দেবেন ডিআইজি অখিলেশ সিংহ। বর্তমানে অখিলেশ যেখানে রয়েছেন সেখান থেকে তাঁকে আগামী ৭ দিনের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তাঁকে অন্যত্র বদলি করা যাবে না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version