Monday, November 10, 2025

অনুব্রতকে গ্রেফতারের পর এবার দিল্লিতে নিয়ে যেতে চায় ইডি

Date:

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদের জোর চেষ্টা চলাচ্ছে ইডি। আসানসোল সংশোধনাগারে অনুব্রতকে শুক্রবার টানা পাঁচঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি।এরপর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজির করানোর আবেদন জানাতে চায় ইডি। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ইডির তিন আধিকারিক।

আরও পড়ুন:সিবিআই-এর পরে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি

ইডি সূত্রে দাবি, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি। তাই, আসানসোলের আদালতে না গিয়ে ইডি আধিকারিকেরা সোজা দিল্লি রওনা হয়েছেন। রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হবে বলে খবর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদ যা যা তথ্য উঠে এসেছে, শুক্রবার সকাল ১১টার মধ্যে দিল্লির আদালতে পৌঁছে তার রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা।ওই তথ্যের ভিত্তিতে দিল্লি আদালতের বিচারকের কাছে অনুব্রতকে রাজধানীতে নিয়ে যাওয়ার আবেদন করা হবে। আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রতকে দিল্লি পৌঁছে দেন, সেই আবেদন করবেন ইডির আইনজীবী।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে বিমানে  দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে আধিকারিকদের। সেই অনুমতি পাওয়ার পর দিল্লিতে নিয়ে যেতে পারবেন তাঁরা। এখনও পর্যন্ত সেই অনুমতি নেওয়া হয়নি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তরফে।

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...
Exit mobile version