Friday, May 16, 2025

শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ব্যহত হতে চলেছে গ্রাহক পরিষেবা

Date:

ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। ১৯ নভেম্বর শনিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike)ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association)। ফলে টাকা তোলা থেকে শুরু করে চেক ক্লিয়ারেন্স , একাধিক গ্রাহক পরিষেবা (Customer Service) ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে আগামিকাল। গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক বলে জানিয়েছে AIBEA।

ব্যাঙ্কে চাকরিরত কর্মীদের অধিকার রক্ষা থেকে চুক্তি লঙ্ঘন, এই সবের বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধেও সরব অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাঁরা বলছেন গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১-২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারিকরণ করা হবে। এবার বেসরকারিকরণের অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু নতুন দাবি সামনে রেখেই ১৯ নভেম্বর, শনিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। পরের দিন রবিবার, ফলে এটিএম পরিষেবা কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকবে তা নিয়েও আশঙ্কায় সাধারণ মানুষ।

 

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version