Monday, August 25, 2025

শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ব্যহত হতে চলেছে গ্রাহক পরিষেবা

Date:

ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। ১৯ নভেম্বর শনিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike)ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association)। ফলে টাকা তোলা থেকে শুরু করে চেক ক্লিয়ারেন্স , একাধিক গ্রাহক পরিষেবা (Customer Service) ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে আগামিকাল। গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক বলে জানিয়েছে AIBEA।

ব্যাঙ্কে চাকরিরত কর্মীদের অধিকার রক্ষা থেকে চুক্তি লঙ্ঘন, এই সবের বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধেও সরব অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাঁরা বলছেন গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১-২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারিকরণ করা হবে। এবার বেসরকারিকরণের অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু নতুন দাবি সামনে রেখেই ১৯ নভেম্বর, শনিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। পরের দিন রবিবার, ফলে এটিএম পরিষেবা কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকবে তা নিয়েও আশঙ্কায় সাধারণ মানুষ।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version