Saturday, December 13, 2025

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য

Date:

প্রায় বছর ভরের টানাপোড়েন এবং জটিলতা কটিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য(Jyatirmay Bhattacharjee)। পাশাপাশি কমিশনের বিচারবিভাগীয় সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমতি মিত্র(Madhumati Mitra)। শুক্রবার নবান্নের(Nabanna) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত বছরের ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকেই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছিল। পাশাপাশি কমিশনের অন্যতম বিচারপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল আর এক প্রাক্তন বিচারপতি শিবকান্ত প্রসাদকে। দুজনকে নিয়োগ করার জন্য ত‍ৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে সুপারিশ করা হয়েছিল।

কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সেই সুপারিশকে মান্যতা দিতে অস্বীকার করেছিলেন প্রাক্তন রাজ্যপাল। একাধিকবার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করার জন্য ধনকড়কে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি বিজেপির একনিষ্ট সমর্থক বাংলার প্রাক্তন রাজ্যপাল। কিন্তু ধনকড় চলে যাওয়ার পরে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসা লা গনেশনকে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগে সিলমোহর দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের ফাইলে স্বাক্ষর করেছেন অস্থায়ী রাজ্যপাল।

Related articles

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...

বিধানসভা ভোটের আগে সমন্বয় বৈঠক, কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার। কলকাতার উইলিয়ামসন মেগর...

লোক আদালত: সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকের জন্য সময়োচিত সমাধান-সহায়তার সুব্যবস্থা

লোক আদালত বন্ধুত্বপূর্ণ ও ঘরোয়া মঞ্চ- যেখানে বিরোধ বিবাদের মাধ্যমে নয় বরং সহমতের ভিত্তিতে সমাধান করা হয়। ভারতজুড়ে...

উদ্যোক্তাদেরই কোর্টেই বল ঠেলল এআইএফএফ-আইএফএ, যুবভারতীতে আইএসএল নিয়ে সংশয়!

ফুটবলের মক্কায় নজিরবিহীন বিশৃঙ্খলা। মেসি(Messi) ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা। ঘটনার পরই ফেডারেশন, আইএফএ-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে দায় ঠেলা...
Exit mobile version