Saturday, December 13, 2025

কলকাতা পর্ব পিছনে ফেলে নিজামের শহরে মেসি, রাত আটটায় শুরু অনুষ্ঠান

Date:

গোট ট্যুর ইন্ডিয়া-র (GOAT Tour India) অনুষ্ঠানে যোগ দিতে এবার কলকাতা পর্ব সেরে হায়দরাবাদে পৌঁছে গেলেন ফুটবলের রাজপুত্র। মহানগরীতে থেকে শনিবার দুপুরের ফ্লাইটে রওনা দিয়ে বিকেলে হায়দরাবাদে পৌঁছে যান লিওনেল মেসি (Lionel Messi)। সন্ধ্যা সোজা তাজ ফলকনুমা প্যালেসে (Taj Falaknuma Palace in Hyderabad)পৌঁছে যান বিশ্বকাপজয়ী তারকা। সঙ্গে সুয়ারেজ ও রড্রিগো (Luis Suarez and Rodrigo De Paul)। সেখানে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেড্ডি মেসিকে অভিবাদন জানান। এরপর রাত আটটা থেকে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা। একঝলকে দেখে নেওয়া যাক নিজামের শহরে মেসির সূচি-

  • রাত ৮টা- রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌছবেন মেসি।
  • ৮টা ১৫ মিনিট- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ফুটবল তারকার সঙ্গে বল ড্রিবল করবেন।
  • ৮.টা ১৫ মিনিট-গোট কাপ-এ খেলা দুই দলের সঙ্গে গ্রুপ ছবি।
  • ৮ টা ৩৩ মিনিট-বিশেষ পেনাল্টি শুটআউট।
  • ৮ টা ৩৮ মিনিট-মাঠ প্রদক্ষিণ।
  • ৮ টা ৫১ মিনিট-আয়োজকদের সঙ্গে ছবি তোলা।
  • ৮ টা ৫৩ মিনিট-বিজয়ীর হাতে ‘গোট কাপ’তুলে দেবেন তারকা।
  • ৮টা ৫৪ মিনিট- সংবর্ধনা
  • রাত ৯টা- মাঠ ছাড়বেন মেসি।

হায়দরাবাদে মেসির নিরাপত্তার জন্য বহুস্তরীয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়ামের অনুষ্ঠান শেষ করে রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনুমা প্যালেসে। সেখানে তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠান চলবে। নৈশভোজের পর হোটেলেই রাত্রিবাস। রবিবার রওনা দেবেন মুম্বইয়ের উদ্দেশে।

 

Related articles

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...

বিধানসভা ভোটের আগে সমন্বয় বৈঠক, কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার। কলকাতার উইলিয়ামসন মেগর...

লোক আদালত: সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকের জন্য সময়োচিত সমাধান-সহায়তার সুব্যবস্থা

লোক আদালত বন্ধুত্বপূর্ণ ও ঘরোয়া মঞ্চ- যেখানে বিরোধ বিবাদের মাধ্যমে নয় বরং সহমতের ভিত্তিতে সমাধান করা হয়। ভারতজুড়ে...
Exit mobile version