Thursday, May 8, 2025

বিধানসভা ভোটের ঠিক মুখে নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গুজরাতে বেআইনি টাকা ও মদের রমরমা। যা নিয়ে খোদ অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার আরেক বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার জাল নোট।

আগামী বছরের শুরুর দিকেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর থানার পুলিশ ও অসম রাইফেলস।

সূত্রের খবর, ৫০০ টাকার বহু জাল নোট উদ্ধার হয়েছে। মোট জাল টাকার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার। কাঞ্চনপুর ২৯ নং ব্যাটেলিয়ন অসম রাইফেলসের কাছে গোপন সূত্রে খবর আসে কাঞ্চনপুর থানা এলাকার পূর্ব সাতনালার দাঙ্গাছড়া গ্রামের বাসিন্দা বিনয় রাম রিয়াং-এর বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকা রাখা রয়েছে। সেই রাতেই যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেই জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বিনয় রাম রিয়াংকে। পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই জাল নোট রহস্যের শিকড়ে পৌছতে চাইছেন তদন্তকারীরা। পুলিশের ধারণা, মিজোরাম সিদ্ধান্ত দিয়ে রাজ্যে ঢুকছে এই জাল নোট।

তবে ত্রিপুরায় এই ঘটনা নতুন নয়। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তর-পূর্বের এই রাজ্যে জাল নোটের রমরমা বাড়ছে। এর আগে রাজ্যের রাজধানী আগরতলার চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। যার আনুমানিক মূল্য ছিল এক লক্ষ টাকারও বেশি। এবার উত্তর জেলার কাঞ্চনপুরের প্রত্যন্ত গ্রাম থেকে বিশাল পরিমাণ জাল টাকা উদ্ধার করল পুলিশ। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

 

 

 

 

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version