Thursday, November 13, 2025

বিধানসভা ভোটের ঠিক মুখে নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গুজরাতে বেআইনি টাকা ও মদের রমরমা। যা নিয়ে খোদ অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার আরেক বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার জাল নোট।

আগামী বছরের শুরুর দিকেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর থানার পুলিশ ও অসম রাইফেলস।

সূত্রের খবর, ৫০০ টাকার বহু জাল নোট উদ্ধার হয়েছে। মোট জাল টাকার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার। কাঞ্চনপুর ২৯ নং ব্যাটেলিয়ন অসম রাইফেলসের কাছে গোপন সূত্রে খবর আসে কাঞ্চনপুর থানা এলাকার পূর্ব সাতনালার দাঙ্গাছড়া গ্রামের বাসিন্দা বিনয় রাম রিয়াং-এর বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকা রাখা রয়েছে। সেই রাতেই যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেই জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বিনয় রাম রিয়াংকে। পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই জাল নোট রহস্যের শিকড়ে পৌছতে চাইছেন তদন্তকারীরা। পুলিশের ধারণা, মিজোরাম সিদ্ধান্ত দিয়ে রাজ্যে ঢুকছে এই জাল নোট।

তবে ত্রিপুরায় এই ঘটনা নতুন নয়। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তর-পূর্বের এই রাজ্যে জাল নোটের রমরমা বাড়ছে। এর আগে রাজ্যের রাজধানী আগরতলার চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। যার আনুমানিক মূল্য ছিল এক লক্ষ টাকারও বেশি। এবার উত্তর জেলার কাঞ্চনপুরের প্রত্যন্ত গ্রাম থেকে বিশাল পরিমাণ জাল টাকা উদ্ধার করল পুলিশ। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

 

 

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version