অফিস টাইমে শিয়ালদহ স্টেশনের পার্কিং লটে আগুন, তীব্র আতঙ্ক

অফিস টাইমে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে আতঙ্ক। শনিবার, বেলা বারোটা নাগাদ আচমকা স্টেশনের সামনেই পার্কিং লটে দাউদাউ জ্বলে ওঠে পুলিশের (Police) একটি গাড়ি। ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুনে (Fire) পুড়ে ছাই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটি। আগুন ছড়ায় পাশে দাঁড়িয়ে থাকা ২টি বাইকেও। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি রেল কর্তৃপক্ষের। তবে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শর্ট সার্কিট থেকেই গাড়িতে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।