Friday, July 4, 2025

পাকিস্তানী তরুণীর হানি ট্রাপের ফাঁদ! বিদেশমন্ত্রকের অন্দরেই থাকা পাক গুপ্তচরকে গ্রেফতার

Date:

Share post:

গোয়েন্দাদের কাছে গোপন সূত্রে খবর ছিল। চলছিল কড়া নজরদারি। খোদ বিদেশমন্ত্রকের অন্দরেই পাক গুপ্তচর! হ্যানি ট্রাপের শিকার এক গাড়ি চালক! একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শুরু হয়েছে জেরা।

বিদেশমন্ত্রকের অন্দরেই পাক গুপ্তচর রয়েছে, শত্রু দেশকে দেশের অভ্যন্তরীণ তথ্য পাচার করছে, সে খবর আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে। ফলে দিল্লিতে বিদেশ মন্ত্রকে যাঁরা চাকরি করেন, তাঁদের উপর নজর রাখছিল একটি এজেন্সি।। ধৃত ব্যক্তি বিদেশমন্ত্রকেই গাড়ির চালাতেন। ড্রাইভার পদে কর্মরত ছিলেন তিনি। তার কাজকর্মে সন্দেহ হয় এজেন্সির কর্মীদের। বিষয়টি জানানো হয় দিল্লি পুলিশকে। এদিন দিল্লির জওহরলাল ভবন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

চাঞ্চল্যকর তথ্য এসেছিল গোয়েন্দাদের হাতে। এক পাক তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল বিদেশমন্ত্রকের ড্রাইভারের! সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কথা হত দু’জনের। শুধু তাই নয়, নারীসঙ্গের লোভ বা হানি ট্রাপের শিকার হয়েছেন অভিযুক্ত এবং ইতিমধ্যেই বিদেশমন্ত্রকের গোপন তথ্যও পাচার করে দিয়েছেন! ধৃতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

এর আগে, এর আগেও পাক গুপ্তচরদের হানিট্র্যাপে ফাঁদে পা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে একাধিক সেনা জওয়ান। গত অক্টোবরে পাক গুপ্তচরদের তথ্য পাচারের অভিযোগে রবিপ্রকাশ মীনা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ।

আরও পড়ুন:চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা, আশায় বুক বাঁধছেন সব্যসাচী

 

 

spot_img

Related articles

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...

এগিয়ে থেকেও সুরুচির সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। সুরুচি সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রথমার্ধে গুইতের (Guite) গোলে এগিয়ে...

সোমবার থেকেই কসবার আইন কলেজে শুরু পঠনপাঠন!

কসবার আইন কলেজে (Kasba Law College) গণধর্ষণের অভিযোগের পর থেকে বন্ধ পঠন-পাঠন। এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ...