Tuesday, November 4, 2025

ভারতীয় নৌসেনা জলে নামিয়ে দিল নতুন দানব৷ ভারতের সমুদ্র সীমানার আশেপাশে যাতে মাছিও গলতে না পারে তারই ব্যবস্থা করা হল এবার৷ভারতের জলসীমায় সন্দেহজনক কোনও কিছু দেখলেই মূহুর্তের মধ্যে ঝাঁঝড়া করে দেবে ভারতীয় নৌসেনার ‘আইএনএস খঞ্জর’৷
লাদাখকে যেমন অত্যাধুনিক বাঙ্কারের সুরক্ষা কবজে ঢেকে ফেলা হয়েছে৷ তেমনই এবার জলপথেও সূদুর জাল বিছিয়ে দিল ইন্ডিয়ান নেভি৷ শত্রুর বুকে কাঁপন ধরানোর মতো অত্যাধুনিক অস্ত্র সম্ভারে ভর্তি ‘আইএনএস খঞ্জর’৷ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ‘অ্যান্টি শিপ মিসাইল’ থেকে নিজেকে বাঁচাতে খঞ্জর ব্যবহার করে ‘AK-630’ কামান৷জানা গিয়েছে, ৩০ মিলিমিটারে সোভিয়েত জমানার এই স্বয়ংক্রিয় কামানটি প্রতি মিনিটে চার থেকে পাঁচ হাজার রাউন্ড গুলি ছুঁড়তে পারে শত্রুকে টার্গেট করে।

শত্রুদেশের যুদ্ধবিমান ভারতের আকাশ সীমানায় ঢুকলে প্রায় ৭ কিলোমিটার দূর থেকেই দেখতে পেয়ে যাবে খঞ্জর৷ রাডার ও ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের মদতে স্বয়ংক্রিয় ভাবে দিন বা রাতে কাজ করতে সক্ষম ‘AK-630’৷এমনকি, কোনও সন্দেহজনক নৌকা জলসীমায় ঢুকলে প্রায় ৭০ কিলোমিটার দূর থেকেই ‘আইএনএস খঞ্জর’ চিনতে পারবে সেই নৌকা৷ ভারতের গোয়েন্দা রিপোর্ট যে খবর উঠে আসছে তা চাঞ্চল্যকর৷এই জাহাজের সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র হচ্ছে ‘AK-176’ ন্যাভাল গান বা বন্দুক৷ সমুদ্রে জঙ্গিদের স্পিডবোটগুলিকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে সক্ষম এই অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। চোখের পলকে ১২০ রাউন্ড গোলা ছুঁড়তে পারে৷ খঞ্জরে থাকা টেলিভিশন টার্গেটিং ও লেজার রেঞ্জ ফাইন্ডারের মদতে অস্ত্রটির চালক ক্যাবিনে বসে কম্পিউটারের মাধ্যমে হামলা চালাতে পারবেন৷

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version