ইতিহাস গড়লেন মণিকা বাত্রা, এশিয়ান কাপ টেবিল টেনিসে পদক জিতলেন তিনি

ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে বিশ্বের ছ’নম্বর খেলোয়াড় হিনা হায়াতাকে হারিয়ে দিলেন তিনি। ৪-২ ব‍্যবধানে জেতেন মণিকা।

প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে ইতিহাস গড়লেন মণিকা বাত্রা। এশিয়ান কাপ টেবিল টেনিসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে পদক জিতলেন তিনি। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে বিশ্বের ছ’নম্বর খেলোয়াড় হিনা হায়াতাকে হারিয়ে দিলেন তিনি। ৪-২ ব‍্যবধানে জেতেন মণিকা।

পদক জয়ের পর মণিকা বলেন, “আমার কাছে এই জয়ের মাত্রা বিরাট। সেরা খেলোয়াড়দের হারিয়ে সেমিফাইনালে উঠেছিলাম। প্রত্যেকের বিরুদ্ধে সাধ্য মতো লড়াই দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে এধরনের প্রতিযোগিতায় আরও ভাল ফল করার চেষ্টা করব। আশা করছি বাকিরা সবাই আমাকে সমর্থন করবেন।”

সেমিফাইনালের ম্যাচে মানিকা বিশ্বের পাঁচ নম্বর মিমা ইতোর বিরুদ্ধে হেরে বসেন। তবে সেই হারের ভুল ব্রোঞ্জ পদকের ম্যাচে করেননি মণিকা। ব্রোঞ্জ পদকের ম্যাচে দুরন্ত কামব্যাক করেন তিনি। জাপানের হিনাকে উড়িয়ে দেন ভারতীয় টেবিল টেনিস তারকা।

আরও পড়ুন:বল হাতে তিন উইকেট মনোজ তিওয়াড়ির, রেলওয়েজকে ৫৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

 

Previous articleবল হাতে তিন উইকেট মনোজ তিওয়াড়ির, রেলওয়েজকে ৫৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড
Next articleলক্ষ্য জনসংযোগ, রবিবার থেকে নন্দীগ্রামে চাটাই পেতে বৈঠক শুরু তৃণমূলের