Monday, November 17, 2025

কথা রাখলেন তৃণমূল পুরপ্রধান। ভোল বদল রিষড়ার মাতৃসদনের। বাম জমানায় রিষড়া (Rishra) পুরসভা পরিচালিত স্থানীয় বাঙুর পার্কের মাতৃসদনটি ধুঁকতে ধুঁকতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এরপর বহু বছর কেটে গেলও এটির বিষয়ে কারও কোনও হেলদোল ছিল না বলে মত স্থানীয়দের। তৃণমূল (TMC) পরিচালিত পুরসভার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বিজয়সাগর মিশ্র (VijaySagar Mishra) জানিয়ে ছিলেন, এই মাতৃসদনটির আমূল পরিবর্তন করে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। সেই মতো পুরনো বাড়িটি সম্পূর্ণ ভেঙে তৈরি হয়েছে ঝাঁ চকচকে পাঁচতলা ভবন। সেই বাড়িতেই শুরু হয়েছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। জেনারেল মেডিসিন থেকে শুরু করে গাইনোকোলজি, ENT, ডেন্টাল, অপথ্যালমোলজি-সহ সমস্ত বিভাগেই এখানে চিকিৎসা হচ্ছে। প্রতিটি বিভাগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

এ বিষয়ে বলতে গিয়ে পুরপ্রধান বিজয়সাগর মিশ্র জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় এবং সাহায্যে রিষড়াবাসীর জন্য আমরা এই অত্যাধুনিক হাসপাতালটি গড়ে তুলেছি। অত্যন্ত কম পয়সায় এখানে চিকিৎসা সুযোগ মিলছে। রোগীরা মাত্র ৩০০ টাকায় বেড পাচ্ছেন। হাজার টাকায় ICU-র পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানকার যে প্যাথলজিক্যাল ল্যাবরেটরি রয়েছে সেখানেও উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছে USG পরিষেবাও।“ পুরপ্রধান জানান, “আমরা আগামী দিনে এখানে একটি নার্সিং কলেজ তৈরি করার পরিকল্পনা করছি।“ এককথায় বলতে গেলে আজকে মাতৃসদন হাসপাতালটি স্থানীয়দের স্বাস্থ্য পরিষেবার নতুন দিশা দেখাচ্ছে।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version