Wednesday, August 20, 2025

জীবনে জুড়েছিল আরেক জীবন। একে অন্যের পাশে থেকে হেঁটে যাওয়ার কথা ছিল অনেকটা পথ। কিন্তু মাঝপথে সফর শেষ। উজ্জ্বল রঙিন প্রেমের স্বপ্ন থেকে এক নিমেষে সাদাকালো ফ্রেমে বান্ধবী – ঐন্দ্রিলার (Aindrila Sharma) পাশাপাশি শেষ হল সব্যসাচীর (Sabyasachi Chowdhury) লড়াইটাও। একান্ত আপন মানুষটা আজ আর নেই। শনিবার রাতেই নিজের সব পোস্ট ডিলিট করেন অভিনেতা। আশঙ্কার কালো মেঘ তখনই জমেছিল। রবিবার (Sunday) দুপুরে থেমে গেল সব। বাস্তবের কাঠিন্যের কাছে হার মানল রূপকথার (Fairytale) মতো তৈরি হওয়া প্রেমের গল্পটা।

চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma), হেরে গেলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী বারবার নেটিজেনদের উদ্দেশ্য জানিয়েছিলেন প্রত্যেকে যেন প্রার্থনা করেন ঐন্দ্রিলার জন্য। আবার কখনও প্রকাশ পেয়েছে তাঁর ক্ষোভ। বুধবার রাতে যখন ঐন্দ্রিলাকে নিয়ে যখন ভুয়ো খবর ছড়িয়ে পরে তখন তিনি ক্ষোভ উগরে দিয়ে ফেসবুকে বলেছিলেন, “ওকে আর একটু থাকতে দিন, এসব না হয় পরে লিখবেন।” শুক্রবার বলেছিলেন ” রাখে বড়মা, তো মারে কোন…”। তবে শনিবার রাতে হঠাৎই ঐন্দ্রিলার পরপর ১০ বার হার্ট অ্যাটাক হওয়ার পরই ফেসবুক থেকে ঐন্দ্রিলাকে নিয়ে লেখা সমস্ত পোস্ট মুছে দেন সব্যসাচী। তাহলে কি হৃদয়ের টান থেকে কোথাও অনুভব করেছিলেন লড়াইয়ের পালা এবার শেষ? ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়ে থেকে গেছেন । নার্সিংহোমে ভর্তি থাকার সময় শুটিং থাকলেও দ্রুত শেষ করে ঐন্দ্রিলার পাশে ছুটে গেছেন তিনি। দিল্লীতে চিকিৎসা চলার সময়ও এক বারের জন্যও কাছ ছাড়া করেননি তিনি।সব্যসাচীর কথায় বারবার উঠে এসেছে প্রাণ শক্তিতে ভরপুর ঐন্দ্রিলার কথা। জীবনকে বড্ড ভালোবাসতেন অভিনেত্রী। জন্মদিনে নিজেই বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়াতেন। প্রত্যেক মুহূর্তে তাঁকে অনুপ্রেরণা যুগিয়ে গেছেন সব্যসাচীও। আজ তিনি নির্বাক। একটি কথাও শোনা যায়নি তাঁর থেকে। যাঁর জন্য এত কিছু সে আজ নেই। কিন্তু মানুষ জীবন থেকে চলে গেলে কি অনুভূতিগুলোও চলে যায়? হয়তো যায় বা হয়তো যায় না। সময়ের সঙ্গে সেই ক্ষতে প্রলেপ পড়ে। তবু দাগ থেকে যায়, থেকে যায় ভালোবাসার মূহূর্তরা।সব্যসাচী-ঐন্দ্রিলার গল্পের মুহূর্তগুলো যেমন থেকে যাবে। কারণ, সেই রূপকথার সঙ্গে ঘর করেছেন আরও অনেকে। স্যোশাল মিডিয়া জুড়ে আজ শুধু সেই আলাপচারিতা।

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version