Saturday, November 1, 2025

আইএসএল-এ এফসি গোয়ার কাছে বিধ্বস্ত এটিকে মোহনবাগান। আইএসএলে প্রথমবার গোয়ার কাছে হারল সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে ৩-০ গোলে হারল জুয়ান ফেরান্দোর দল। এই ম‍্যাচ হেরে লিগ টেবলে পিছিয়ে পড়ল মোহনবাগান। পুরনো দলের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে শোচনীয় হারে হতাশ বাগানের স্প্যানিশ কোচ। জুয়ানের রক্ষণাত্মক স্ট্র্যাটেজিও প্রশ্নের মুখে। হেরে ৬ নম্বরে নামল জুয়ানের দল। তিনে উঠে এল গোয়া।

এদিন টানা চার ম্যাচ অপরাজিত থেকে গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। কিন্তু গোয়ার আক্রমণের সামনে গুটিয়েই থাকল সবুজ-মেরুন। ফলে প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হল মোহনবাগান রক্ষণকে। গোলের নিচে গোলরক্ষক বিশাল কাইথ ত্রাতা হয়ে না দাঁড়ালে বিরতির আগেই এগিয়ে যেতে পারত গোয়া।

বিরতির পর ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় গোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় কার্লোস পেনার দল। গোয়ার আইবানভা ডোলিং ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় জুয়ানের দল। মোহনবাগানের আক্রমণভাগ এদিন চূড়ান্ত ব্যর্থ। পরিবর্ত হিসেবে দুই বিদেশি নোয়া সাদাউয়ি এবং ফেয়ার্স আর্নআউটকে নামিয়ে মোহনবাগানকে ম্যাচ থেকে ছিটকে দেন গোয়ান কোচ পেনা। ৭৬ ও ৮২ মিনিটে আরও দু’টি গোল করে জয় নিশ্চিত করে ফেলে গোয়া। দ্বিতীয় গোলটি করেন সিরিয়ান ডিফেন্ডার ফেয়ার্স এবং তৃতীয় গোলটি করেন মরক্কোর স্ট্রাইকার নোয়া।

আরও পড়ুন:FIFA World Cup 2022: কাতারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

 

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version