Friday, July 4, 2025

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দু’’নম্বর ব্লকের অধীনস্থ ইটাবেড়িয়াগ্রাম পঞ্চায়েতের উত্তর খামার বাজারে বিকাল তিনটায় তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল। সভা শেষের পর  সমস্ত তৃণমূল কর্মী এবং সমর্থকরা বাড়ি চলে যায় হঠাৎ রাত্রি প্রায় দশটা নাগাদ পূর্বব্জরী গ্রামের   বুথ নেতৃত্ব নির্মল প্রামানিক ও চন্দন মাইতি কে বিজেপি পার্টির মন্ডল সভাপতি শুভাশিস মাইতি নেতৃত্বে হার্মাদ বাহিনীরা খেতে বসা অবস্থা থেকে তুলে বাঁশ এবং রড দিয়ে অমানবিকভাবে মারধর করতে থাকে।

আরও পড়ুন: “বিজেপি যেখানে জিতবে, সেখানেই টাকা যাবে”, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক সুকান্ত

অমানবিক মারের জেরে নির্মল প্রামাণিকের ডান চোখ ডান হাত এবং দুটো পা ভেঙে যায়। তাঁকে অচৈতন্য অবস্থায় মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রোগীকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। বর্তমানে নির্মল প্রামাণিকের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এই হামলার কথা জেলা সভাপতি তরুণ মাইতি গভীর রাতে জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। পুলিশকে জানানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে তিনজনকে গ্রেফতার করে। এর প্রেক্ষিত বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, তাঁদের তিন কর্মীকে গ্রেফতার করে হয়েছে। এর প্রতিবাদে তিনি ২৭ তারিখ সভা করতে যাবেন। তৃণমূলের পাল্টা দাবি, এটা একটা কাপুরুষোচিত হামলা। এই হামলা থেকে প্রমাণ হচ্ছে বিজেপির পায়ের তলার মাটি সরছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে অপহরণের মতো ঘটনা ঘটত বলে অভিযোগ তৃণমূলের।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, ‘পূর্বমেদিনীপুর ভূপতিনগর শনিবার রাতে এর ৩১শে ডিসেম্বর ২০২২ এর সভা সম্প্রচারের পর সংগঠকের বাড়িতে বিজেপির কাপুরুষোচিত হামলা। গুরুতর জখম ও অপহরণ চেষ্টা। পুলিশের টহল ভ্যান এসে উদ্ধার করে। একটি অভিযোগ দায়ের। সবাইকে গ্রেফতার করতে চাই।’

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version