Thursday, November 6, 2025

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান দরজার সামনে থেকে পালাল জেএমবির দুই জ*ঙ্গি। মইনুল ও আবু সিদ্দিক নামে ওই দুই জ*ঙ্গি দীপন হ*ত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রবিবার দুপুর ১২টা নাগাদ পুলিশের মুখে ‘স্প্রে’ করে বেপাত্তা হয়ে যায় তারা।

আদালত সূত্রে খবর, সন্ত্রা*সবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হেফাজতে নেওয়ার সময় চারজনের মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যায় তাদের দলবল। এদিন দুই বাইকে চড়ে চারজন আদালতে আসেন। ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন বলে খবর। এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশিদ আদালতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা আধিকারিকরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে ঢাকার সমস্ত চেকপোস্টকে সতর্ক থাকতে বলা হয়েছে।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দীপন হ*ত্যা মামলায় ৮ জ*ঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দেন। ৫৩ পৃষ্ঠার ওই আদেশে মইনুল ও আবু সিদ্দিকের নামও ছিল।
ডিবি প্রধান হারুন আর রশিদ বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে জঙ্গিদের ছিনিয়ে নিয়ে যায়।

অন্যদিকে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হ*ত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া সহ আটজনের মৃ*ত্যুদণ্ডের রায় দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বহিষ্কৃত মেজর জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। তবে আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version