Friday, August 22, 2025

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান দরজার সামনে থেকে পালাল জেএমবির দুই জ*ঙ্গি। মইনুল ও আবু সিদ্দিক নামে ওই দুই জ*ঙ্গি দীপন হ*ত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রবিবার দুপুর ১২টা নাগাদ পুলিশের মুখে ‘স্প্রে’ করে বেপাত্তা হয়ে যায় তারা।

আদালত সূত্রে খবর, সন্ত্রা*সবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হেফাজতে নেওয়ার সময় চারজনের মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যায় তাদের দলবল। এদিন দুই বাইকে চড়ে চারজন আদালতে আসেন। ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন বলে খবর। এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশিদ আদালতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা আধিকারিকরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে ঢাকার সমস্ত চেকপোস্টকে সতর্ক থাকতে বলা হয়েছে।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দীপন হ*ত্যা মামলায় ৮ জ*ঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দেন। ৫৩ পৃষ্ঠার ওই আদেশে মইনুল ও আবু সিদ্দিকের নামও ছিল।
ডিবি প্রধান হারুন আর রশিদ বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে জঙ্গিদের ছিনিয়ে নিয়ে যায়।

অন্যদিকে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হ*ত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া সহ আটজনের মৃ*ত্যুদণ্ডের রায় দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বহিষ্কৃত মেজর জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। তবে আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version