Monday, August 25, 2025

সোমবার বিধানসভায় কর্পোরেশন বিল পেশ, অধিবেশনে গোলমালের পরিকল্পনা বিরোধীদের!

Date:

শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার (assembly) শীতকালীন (winter) অধিবেশন। বিধানসভা সূত্রে খবর, সোমবার অধিবেশনে বেশ কয়েকটি বিল আসতে পারে। আসতে পারে বেসরকারি একাধিক প্রস্তাব। সোমবার বিধানসভায় পেশ হবে দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল (আমেন্ডমেন্ট) ২০২২ (West Bengal Municipal Amendment Bill 2022)। এদিন অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিলটি পেশ হবে বলে খবর৷ এই বিলের মূল উদ্দেশ্য কলকাতা ও হাওড়া কর্পোরেশন ছাড়া রাজ্যের বাকি কর্পোরেশনগুলিতে দুজন করে ডেপুটি মেয়র থাকবেন। পাশাপাশি কাজে গতি আনা ও নজরদারির সুবিধের জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে।

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chattopadhyay) জানান, বর্তমানে পুরসভা এলাকায় একদিকে যেমন লোকসংখ্যা বেড়েছে অন্যদিকে সমান তালে বেড়েছে চাপও। আর সেকারণেই মেয়রের একার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আর সেই বিষয়টি মাথায় রেখেই কাজের ডিস্ট্রিবিউশন জরুরী হয়ে পড়েছে। এমন উদ্যোগের ফলে একদিকে যেমন কমবে কাজের চাপ এবং অন্যদিকে পরিষেবায় আসবে গতি।

সোমবার বিধানসভায় বিলটি পেশ করবেন পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপর বিলটি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে চলতি সপ্তাহের শুক্রবারই বিধানসভায় নবনির্মিত লাইব্রেরি কাম মিউজিয়ামের শুভ উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তবে চলতি বিধানসভার শীতকালীন অধিবেশন যে শাসক-বিরোধী তরজায় কিছুটা হলেও উত্তপ্ত হতে চলেছে। বিভিন্ন ইস্যু ঘিরে বিধানসভার ভিতর যেমন উত্তপ্ত হতে পারে, তেমনই বিধানসভার বাইরেও কর্মসূচি নিয়েছে বিজেপি। সোমবারই কলকাতায় বিজেপির সদর কার্যালয় থেকে ধর্মতলা বিজেপির মহিলার মোর্চার তরফে একটি মিছিল করা হবে বলে জানা যাচ্ছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version