Tuesday, August 26, 2025

ফুটবল নয়, কাতারে দাবার লড়াইয়ে বিশ্বকাপ অভিযান শুরু মেসি-রোনাল্ডোর

Date:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কাতারে পর্দা উঠতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। তারই মাঝে কিছুক্ষণের জন্য গোটা বিশ্বের নজর কাড়ল একটি দাবা খেলার আসর।

আরও পড়ুন:বিশ্বকাপে নামার আগে চর্চায় আর্জেন্তিনা দল, মেসিদের জন্য কাতারে ন’শো কেজি মাংস

সকলের চোখ সেদিকে যাওয়াটাই স্বাভাবিক। দাবা বোর্ডের একে অপরের দিকে বসে আছেন বিশ্ব ফুটবলের দুই বরপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। গল্প মনে হলেও এটাই সত্যি।

দাবার আসরে শুধু একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, সেই খেলার ছবি শনিবার রাতে প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দুই তারকাই। যে ছবি দেখে মুগ্ধ গোটা ফুটবল বিশ্বে মেসি-রোনাল্ডোর অগুনিত ভক্ত।

ছবিতে দেখা যাচ্ছে মেসি ও রোনাল্ডো মুখোমুখি বসে আছেন। পর্তুগিজ তারকার হাত মাথায় এবং আর্জেন্টাইন স্টারের হাত গালে। দুজনেই চিন্তামগ্ন, দাবা খেলছেন। তবে খেলাটা কোনও দাবার বোর্ডে হচ্ছে মনে হলেও, সেটি কিন্তু দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর। ছবি দেখে মনে হচ্ছে, দুজনেই গভীর চালের ভাবনায় মগ্ন।

আসলে এটা বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য তোলা জন্য ছবি। লুই ভিতোঁ মূলত তাদের চামড়ার তৈরি ব্যাগ, জুতো, অলঙ্কার ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বজুড়ে খ্যাত। ফ্যাশন হাউজটি এর আগেও পেলে-মারাদোনা-জিনেদিন জিদানকে একসঙ্গে নিয়ে বিজ্ঞাপন বানিয়ে চমকে দিয়েছিল।

মেসি-রোনাল্ডোকে মডেল বানিয়ে এই ছবিটি তুলেছেন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ, যিনি প্রয়াত এলিজাবেথ, জন লেলন, ডেমি মুর, জনি ডেপ, লেডি গাগা, সেরেনা উলিয়ামসের মতো বিখ্যাত মানুষদের ছবি তুলে বিভিন্ন পুরস্কার জিতেছেন। রোনালদো ও মেসি দুজনেই এই ছবিটি নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।”

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যাওয়া এই ছবিটিকে ফুটবল বিশ্লেষকরা বছরের সবচেয়ে আইকনিক ছবি হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ বলছেন, এটা শতাব্দীর সেরা ছবিও হতে পারে!

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version